আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে উদযাপন করছে তা জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লিখ।
কচুয়া,
চাঁদপুর
০৬-০৩-২০২৩
ইং
প্রিয়
‘ম’
আশা
করি আল্লাহ্র মেহেরাবাণীতে ভালোই আছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি কীভাবে উদযাপন
করলাম সে বিষয়ে তোমাকে লিখছি। এ বছর দিবসটি একটি ভিন্ন মাত্রা পায়, আর এর কারণ তুমি
তো জানই। প্রথমে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে যাই। আমরা এতে পুশ্চস্তবক অর্পণ করি ও
শ্রদ্ধা নিবেদন করি। এরপর বিদ্যালয়ে ফিরে আসি। দিবসটি উপলক্ষে আমরা আলোচনা সভা ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করি। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অধ্যক্ষ
সাহেব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আমাদের স্থানীয় টিএনও সাহেব ছিলেন প্রধান অতিথি। গভর্নিং
বডির সদস্যগণও উপস্থিত ছিলেন। তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য
রাখেন, অন্যন্য অধ্যাপকগণও আলোচনায় অংশ নেন।
দ্বিতীয়
পর্ব ছিল কবিতা আবৃত্তি, হামদ ও নাত। দিনটি ছিল আনন্দ ও উদ্দীপনায় ভরপুর। আজ আর নয়।
পরবর্তীতে আরও জানাবো। আমাকে লিখতে ভুলবে না।
তোমারই
‘এ’