পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার নিকট একটি পত্র লেখ

 আসন্ন এসএসসি/এইসএসসি/ডিগ্রি পরীক্ষার জন্য তোমার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার নিকট একটি পত্র লেখ।

পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার নিকট একটি পত্র লেখ


‘ম’ ছাত্রাবাস

রুম নং – ০২৬

০২-০৩-২০২৩ ইং

 

প্রিয় বাবা,

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গত চিঠিতে আপনি আসন্ন এসএসসি/এইসএসসি/ডিগ্রি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছিলেন। আল্লাহ্‌র রহমতে আমি আসন্ন এসএসসি/এইসএসসি/ডিগ্রি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। আমি কঠোর পরিশ্রম করছি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে এবং আশা করি এই সময়ের মধ্যেই আমি পাঠ্যসূচী শেষ করে ভালো প্রস্তুতি নিতে পারবো। আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ফলাফল বয়ে আনতে পারি। আজ আর নয়। মাকে আমার শ্রদ্ধা ও ছোট ভাইকে আমার স্নেহ জানাবেন।


আপনার প্রিয় ‘হাবিব’

Post a Comment

Support Us