প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Beneath, In ও Inside’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Into, From ও For” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
⇘ Into এর ব্যবহার –
➧কোনো কিছুর মধ্যে বা ভিতরে বুঝাতে –
Water
turns into ice.
The
fruit can be made into jam.
⇘ From এর ব্যবহারঃ
➧কোনো ব্যক্তি বা বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে তা বুঝাতে –
He
began to walk away from him.
➧কোনো কিছুর যাত্রার সময় বুঝাতে –
We
are open from 8 to 7 everyday.
He
was blind from birth.
➧কোনো ব্যক্তি বা বস্তুকে প্রদান করা বা প্রেরণ করা অর্থে –
This
is the letter from my elder brother.
I
see, you have got the information from witness.
➧কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বুঝাতে –
I
am from Bangladesh.
The
quotation are from Shakespeare.
➧কোনো বস্তু যে উপকরণের মাধ্যমে গঠিত হয় তা বুঝাতে –
Steel
is made from iron.
This
is made from cement.
➧কোনো ব্যক্তির অবস্থান কিংবা দৃষ্টিকোণ বুঝাতে –
You
can see the island from here.
➧কোনো কিছুর পরিধি কিংবা পরিসীমা বুঝাতে –
The
temperatures varies from 30 degrees to minus 20.
➧কোনো ব্যক্তি বা বস্তু আলাদা কিংবা সরে ফেলা হয়েছে বুঝাতে –
She
was separated from her family.
➧কোনো কিছু প্রতিরুদ্ধ হওয়া বুঝাতে –
We
prevented her from going there.
She
saved him from drowning.
➧সিদ্ধান্তগ্রহণের কারণ বুঝাতে –
You
can tell a lot about a person from their handwriting?
➧দু’জন ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য বুঝাতে –
Is
Portuguese very different from Spanish?
This
is different from that.
⇘ For এর ব্যবহারঃ
➧কোনো ব্যক্তি বা বস্তুর জন্য বুঝাতে –
There
is a letter for you.
It
is a book for children.
➧কোনো ব্যক্তি বা বস্তুকে সাহায্য করা অর্থে –
What
can I do for you?
Can
you translate this letter for me?
➧কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বুঝাতে –
They
are anxious for her safety.
➧কোনো ব্যক্তি বা বস্তুর পক্ষে বুঝাতে –
Are
you for or against the proposal?
➧উদ্দেশ্য কিংবা কর্ম বুঝাতে –
Let’s
go for walk.
Are
you learning English for pleasure or for your work?
➧কারণ বুঝাতে –
The
town is famous for this product.
She
gave me a watch for my birthday.
➧কোনো কিছু লাভ করার উদ্দেশ্য বুঝাতে –
He
came to me for advice.
For more information, call this number.
➧কোনো কিছুর বিনিময় বুঝাতে –
Copies
are available for two dollars each.
➧কোনো ব্যক্তি বা বস্তু যে স্থানে যাচ্ছে তা বুঝাতে –
Is
this the bus for Chicago?
She
knew she was destined for a great future.
➧সময়ের ব্যপকতা বুঝাতে –
I
am going away for a few days.
That’s
all the news there is for you.
➧নির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটার কথা কিংবা আয়োজিত হওয়ার কথা এমন
বুঝাতে –
You
have to face an appointment for May 12.
We
are invited for 7:30.
আরও পড়ুন,
➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।