প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Into, From ও For’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Of, Off ও On” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
⇘ Of এর ব্যবহারঃ
➧অধিকারভুক্ত হওয়া অর্থে –
The
role of a teacher in building a nation is very great.
➧বিশেষ পটভূমি থেকে সমাগত হওয়া কিংবা বিশেষ স্থানে অবস্থান করা অর্থে
–
She
is a woman of Italian descent.
They
are the people of wales.
➧কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান, গঠন, ধারণ, সমন্বয় সাধন বুঝাতে –
This
is the city of Dublin.
They
are talking about the issue of housing.
➧পরিমাণ, সময়ের অভিব্যক্তি, বয়স ইত্যাদির সাথে –
She
bought 2 kilos of potatoes.
He
is a boy of 12.
This
is the year of her birth.
➧বিশেষ বিশেষ adjectives এর পর Preposition হিসেব –
He
is proud of his blue blood.
Are
you sure of your success?
⇘ Off এর ব্যবহারঃ
➧নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বুঝাতে –
I
called him but he ran off.
Summer
is not far off now.
➧কোনো কিছু দূরীভূত হয়েছে বুঝাতে –
Take
your coat off.
➧বন্ধ কিংবা বাতিল বুঝাতে –
The
wedding is off.
➧কর্ম থেকে দূরে বুঝাতে –
She
is off today.
I
have got three days off next week.
⇘ On এর ব্যবহারঃ
➧কোনো অবস্থানের উপরে কিংবা মধ্যে বুঝাতে –
There
is an attractive picture on the wall.
Find
out the diagram on page 5.
➧কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে ভারবাহন করা অর্থে –
She
was standing on one foot.
Hang
your coat on that hook.
➧পরিবহনের মাধ্যম বুঝাতে –
I
came on my bike.
➧কোনো কিছুর অব্যবহিত পরে বুঝাতে –
On arriving home I discovered they had gone.
Please
report to reception on arrival.
➧দিন বা তারিখ বুঝাতে –
They
came on Sunday.
➧কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বুঝাতে –
This
is the book on South Africa.
➧কোনো গোত্র বা প্রতিষ্ঠানের অধিকারভুক্ত হওয়া বুঝাতে –
They
are on the committee.
➧দিক বুঝাতে –
He
turned his back on us.
They
are on the left.
➧ভিত্তি বা কারণ বুঝাতে –
This
is the story on fact.
On their advice I applied for the job.
➧কোনো কিছুর মাধ্যমে আর্থিকভাবে সাহায্য প্রাপ্ত হওয়া অর্থে –
They
live on this pension.
She
is to live on a low wage.
➧কর্ম কিংবা অবস্থা বর্ণনা করতে –
They
came here on business purposes.
The
book is currently on loan.
আরও পড়ুন,
➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।