প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Without, Within, Up ও Upon’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Out, Outside, Onto, Regarding ও Concerning” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
⇘ Out এর ব্যবহারঃ
➧স্থান বা বস্তুর অভ্যন্তরীণ অংশ থেকে বের হয়ে আসা অর্থে –
She
ran out into the corridor.
I
got out of bed.
➧নির্দিষ্ট অবস্থায় কোনো ব্যক্তি বা বস্তু আর বিরাজমান না থাকা অর্থে
–
Try
and stay out of trouble.
I
watched the car until it was out of sight.
➧কোনো ব্যক্তি কোনো কর্মে আর জড়িত নেই এমন বুঝাতে –
He
gets out of the army in a few weeks.
It
was an awful job and I am glad to be out of it.
➧কোনো কিছুর কারণ বুঝাতে –
I
asked her out of curiosity.
She
did it out of spite.
➧অচেতন অর্থে –
He
was out for more than an hour
and came around to the hospital.
She
was knocked out cold.
➧প্রান্তভাগে কিংবা পরিপূর্ণরুপে বুঝাতে –
Hear
me out before you say
something.
We
left them to fight it out.
➧স্থানের নিকট থেকে দূরে অবস্থান করা অর্থে –
The
boy dashed out into the road.
Don’t
lean out of the window.
➧স্থান থেকে কিংবা দেশে থেকে অনেক দূরে অবস্থান করা অর্থে –
She
is working out in Australia.
The
ship sank ten miles out of Stockholm.
➧কোনো ব্যক্তি বা বস্তু স্থান, কর্ম প্রভৃতি থেকে সরে আসা অর্থে –
He
got thrown out of the restaurant.
This
detergent is good for getting strains out.
➧কোনো ব্যক্তি বা বস্তু থেকে অর্জিত হয় এমন বুঝাতে –
He
drank his beer out of the bottle.
I
paid for the damage out of my savings.
⇘ Outside এর ব্যবহারঃ
➧স্থানের বাহিরে বুঝাতে –
You
can park your car outside our house.
She
may live outside this hill.
⇘ Onto এর ব্যবহারঃ
➧এটি সাধারণত অভিমুখে বা দিকে বুঝাতে ব্যবহৃত হয় –
Move
the books onto the second shelf.
She
stepped down from the train onto the platform.
⇘ Regarding এর ব্যবহারঃ
➧এটি সাধারণত সম্পর্কে বা বিষয়ে অর্থে ব্যবহৃত হয় –
They
want to know regarding your firm.
She
has said nothing regarding your request.
⇘ Concerning এর ব্যবহারঃ
➧এটি সাধারণত সম্পর্কে বা বিষয়ে বুঝাতে ব্যবহৃত হয় –
He
asked several questions concerning the future of the company.
আরও পড়ুন,
➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
আশা
করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার
সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে
জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়,
কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ
থাকবেন। আল্লাহ হাফেয।