মাহে রমজানের রোজা, ইফতার, তারবীহর দোয়া ও নিয়ত

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘদিন পর আমাদের মাঝে পবিত্র মাহে রমজান আবার রহমত, বরকত ও ফযিলত নিয়ে হাযির হয়েছে। আশা করি পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে আমরা সর্বদা সজাগ থাকবো। আজকে আপনাদের মাঝে পবিত্র মাহে রমজানের রোজার নিয়ত, ইফতারের দোয়া এবং তারাবীহর নামাযের নিয়ত, দোয়া ও মোনাজাত শেয়ার করবো।

মাহে রমজানের রোজা, ইফতার, তারবীহর দোয়া ও নিয়ত

রোজার নিয়ত –

আরবিঃ 

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণঃ নাওয়াতু আন আছুমা গাদাম মিন শাহরি রামাজানাল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আংতাস সামিউল আলিম।

বাংলা অনুবাদঃ হে আল্লাহ, আগামীকাল পবিত্র মাহে রমজান মাসের তোমার পক্ষ থেকে ফরজ রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।


[lock]

ইফতারের দোয়া –

আরবিঃ بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহী আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অনুবাদঃ হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দোয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

 

 

তারাবীহর নামাযের নিয়তঃ

আরবি উচ্চারণঃ

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى 

جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ


বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

 

তারাবীহর নামাযের দোয়াঃ

আরবি উচ্চারণঃ

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ 

 وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا 

وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ


বাংলা উচ্চারণঃ সুবহা-না যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহা-না যিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া-ই ওয়াল জাবারুত। সুবহা-নাল মালিকিল হায়্যিল্লাযী লা-ইয়নামু ওয়ালা ইয়ামূতু আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা’ইকাতি ওয়াররুহ।

 [/lock]

তারাবীহর নামাযের মুনাজাতঃ

আরবি উচ্চারণঃ

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا 

 غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا 

مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ


বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না-নাসয়ালুকাল জান্নাতা ওয়া না’উযুবিকা মিনান্নার। ইয়া খা-লিক্বাল জান্নাতি ওয়ান্না-র। বিরাহমাতিকা ইয়া-আযিযু, ইয়া-গাফফার। ইয়া-কারীমু, ইয়া-সাত্তার। ইয়া-রাহীমু, ইয়া-জাব্বার। ইয়া-খালিকু, ইয়া-বার। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। ইয়া-মুজীরু, ইয়া-মুজীরু, ইয়া-মুজীর। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment