প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে Simple Sentence বা সরল বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
আরও জানুন,
- Transformation of Sentence এর পরিচয়।
- Complex Sentence কাকে বলে? উদাহরণসহ বর্ণনা।
- Compound Sentence কাকে বলে? উদাহরণসহ বর্ণনা।
Simple Sentence এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Sentence এ একটি মাত্র
Subject এবং একটিমাত্র Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে Simple Sentence বা
সরল বাক্য। তবে এই দুটি অংশের যে কোনো একটি অংশ মাঝে মাঝে উহ্য থাকে।
নোটঃ Finite verb বা সমাপিকা ক্রিয়া হলো
– যে ক্রিয়া নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে।
উদাহরণঃ
Maha reads a book.
I shall go to Chandpur tomorrow.
We are working in the field.
উপরের প্রত্যেকটি বাক্যে একটিমাত্র
Subject ও একটিমাত্র Finite verb আছে। সুতরাং বাক্যগুলো Simple Sentence বা সরল বাক্য
কিছু ব্যতিক্রমী উদাহরণঃ
উদাহরণ ১ –
Come here.
Do the work.
Open the door.
প্রশ্নঃ আমরা জানি যে, Simple sentence এ
একটিমাত্র Subject ও একটিমাত্র Finite verb থাকে। কিন্তু উপরের বাক্যগুলোতে
subject নেই তাহলে কি এদেরকে Simple sentence বলা যাবে?
উত্তরঃ হ্যাঁ, উপরের প্রতিটি বাক্যের মধ্যে
Subject ‘you’ উহ্য রয়েছে আর এরা প্রত্যেকে Imperative sentence। কেননা Imperative
sentence –এ Subject ‘you’ উহ্য থাকে। তাহলে বলা যায় এরা প্রত্যকে Simple Sentence
বা সরল বাক্য।
উদাহরণ ২ –
I saw him running.
প্রশ্নঃ উপরের বাক্যে ‘I’ subject এবং
‘saw’ হলো মূল verb. তাছাড়া আরও একটি Verb রয়েছে যা হলো ‘running’ তাহলে বাক্যটিকে
কি Simple sentence বলা যাবে?
উত্তরঃ আমরা জানি যে, Simple sentence এ একটিমাত্র
Subject ও একটিমাত্র Finite verb থাকে। আর উপরের বাক্যে Finite verb বা সমাপিকা ক্রিয়া
হলো ‘saw’। আর non-finite verb বা অসমাপিকা ক্রিয়া হলো ‘running’। সুতরাং ‘running
বা দৌড়াতে’ ক্রিয়া টি নিজের অর্থ পরিপূর্ণ ভাবে শেষ করতে পারে নি তাই বাক্যটি
Simple Sentence বা সরল বাক্য।
নোটঃ
⇘ Finite verb বা সমাপিকা ক্রিয়া হলো – যে ক্রিয়া
নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে। যেমন - Saw
⇘ Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া হলো
- যে ক্রিয়া নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে না। যেমন – Running
⇘ Tense এর গঠন অনুযায়ী verb এর সাথে ing যুক্ত
হয়ে সকল Continuous (present, past, future) গঠিত হয়। এই গঠন করার সময় Verb + ing যুক্ত
শব্দের পূর্বে Auxiliary verb (am, is, are, was, were, have been, has been, had
been, shall be, will be, shall have been, will have been) বসে। যখন Verb + ing যুক্ত
শব্দের আগে Auxiliary verb না বসে তাহলে এরা Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া।
⇘ Gerund ও Present participle উভয়ই Verb +
ing দিয়ে গঠিত। এরাও Non-finite verb বা অসমাপিকা ক্রিয়া।
উদাহরণ ৩ –
Having gone to market, he bought a
shirt.
উপরের বাক্যের প্রথমে ‘Having gone বা গিয়ে’
এটি Finite verb নয়, এটি হলো Perfect Participle যা একটি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা
ক্রিয়া হওয়ার কারনে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আর দ্বিতীয় অংশে একটিমাত্র
Subject ‘he’ এবং একটিমাত্র Finite verb ‘bought’ আছে তাই এই বাক্যটি Simple
Sentence বা সরল বাক্য।
Simple sentence এর সাধারণ গঠন –
⇘ Structure 1: যে কোনো of (sure of,
because of, at the time of, instead of, in case of, on the arrival of, in spite
of, on account of) এছাড়াও (due to, owing to, in reference to, in association
with, in response to, in collaboration with, for, in, by, on, to ইত্যাদি।)
⇘ Structure 2: By/without + gerund.
⇘ Structure 3: NP + Present participle
(verb + ing) / Past participle (verb + d, ed).
⇘ Structure 4: In order to + verb.
⇘ Structure 5: V + object + Present
participle.
⇘ Structure 6: Too + adjective + too.
⇘ Structure 7: Be + adjective + to.
⇘ Structure 8: Being + adjective.
⇘ Structure 9: V + NP + infinitive.
⇘ Structure 10: Being over / having +
Past participle.
⇘ Structure 11: am/is/are + going to +
verb.
⇘ Structure 12: Infinitive + verb.
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।