হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বন্ধুকে সহানুভূতি জানিয়ে একটি পত্র লেখ

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বন্ধুকে সহানুভূতি জানিয়ে একটি পত্র লেখ।

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বন্ধুকে সহানুভূতি জানিয়ে একটি পত্র লেখ
চাঁদপুর, চট্রগ্রাম

০৩-০৩-২০২৩ ইং

প্রিয় ‘এ’

সপ্তাহ খানেক ধরে তুমি অসুস্থতায় ভুগছ জেনে আমি খুবই দুঃখিত। গতকাল খবর জানলাম তুমি স্কয়ার হাসপাতালে আছো। যাই হোক, মন খারাপ করো না। তোমার মোটেও দুশ্চিন্তার কারণ নেই। আমি মনে করি সাধারণ চিকিৎসা এবং যথেষ্ট পরিমাণ সেবা পেলেই তুমি ভালো হয়ে যাবে। তুমি জানো মানুষের পক্ষে অসুস্থ হওয়া অস্বাভাবিক হওয়া কিছু নয়। দুএকদিনের মধ্যেই তোমাত সঙ্গে হাসপাতালে এসে দেখা করবো। তোমার তাড়াতাড়ি রোগমুক্তির জন্য আল্লাহ্‌র কাছে প্রার্থনা করবো।

আজ আর নয়, দেখা হলে আরও কথা হবে।

তোমার বন্ধু

‘ম’

Post a Comment

Support Us