তোমার সাম্প্রতিক সময়ে পড়া একটা উপভোগ্য বইয়ের বর্ননা দিয়ে তোমার বন্ধুর নিকট পত্র লেখ

তোমার সাম্প্রতিক সময়ে পড়া একটা উপভোগ্য বইয়ের বর্ননা দিয়ে তোমার বন্ধুর নিকট পত্র লেখ।

তোমার সাম্প্রতিক সময়ে পড়া একটা উপভোগ্য বইয়ের বর্ননা দিয়ে তোমার বন্ধুর নিকট পত্র লেখ

কচুয়া, চাঁদপুর

নভেম্বর ০৮, ২০২৩

প্রিয় ‘এ’

গেল সপ্তাহে তোমার চিঠি পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। তোমার কাছে লিখতে দেরি হওয়ার দুঃখিত। একটা বড় ও মজার বই পড়ায় আমি বেশ ব্যস্ত ছিলাম।

গেল জন্মদিনে আমার প্রিয় বন্ধু মাহা আমাকে চমৎকার। একটা বই উপহার দিয়েছিল বইটির নাম ‘দ্যা হানড্রেড’। বইটি পৃথিবীর একশজন বিখ্যাত ব্যক্তির জীবনী ও কর্ম নিয়ে লেখা। বইটা পড়ে আমি জানতে পারলাম যে, সব বিখ্যাত ব্যক্তিগণ তাঁদের সততা, কঠোর পরিশ্রম এবং মানবতার জন্য শ্রেষ্টত্বের আসন অর্জন করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহে ওয়সাল্লাম) এর নাম বইটাতে প্রথমে স্থান পায়। বইটি পড়ার জন্য আমি তোমাকে অনুরোধ করছি। আমার বিশ্বাস বইটি পড়ে অনেক কিছু শিখতে পারবে ও আনন্দ পাবে।

আজ আর নয়। তোমার চিঠির অপেক্ষায় রইলাম।

 

তোমার বন্ধু

‘ম’

Post a Comment

Support Us