চক্ষু প্রতিরোধক ব্যবহার করার উপদেশ দিয়ে তোমার ছোট ভাইকে একটি চিঠি লেখ

 ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় চক্ষু প্রতিরোধক ব্যবহার করার উপদেশ দিয়ে তোমার ছোট ভাইকে একটি চিঠি লেখ।

চক্ষু প্রতিরোধক ব্যবহার করার উপদেশ দিয়ে তোমার ছোট ভাইকে একটি চিঠি লেখ


প্রিয় ‘ম’

আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমার গত চিঠি থেকে জানতে পারলাম যে তুমি ইন্টারনেট ব্রাউজিং-এ অনেক সময় ব্যয় কর। আমি এখন এটা সম্বন্ধে কিছু বলবো।

যেহেতু আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করি সেহেতু আমরা ইন্টারনেট ব্রাউজিং-এ অভ্যস্ত হচ্ছি। কিন্তু তোমার এটা জানা উচিত যে কম্পিউটার মনিট্র থেকে আগত রশ্মি চোখের জন্য ক্ষতিকর। তাই তুমি দীর্ঘ সময় মনিটরের সামনে অতিবাহিত করবে তখন তোমার চক্ষু প্রতিরোধক কিছু একটা নেওয়া উচিত যাতে তুমি ঐসব ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পেতে পারো। আমি আশা করি তুমি আমার উপদেশ মেনে চলবে।

আজ আর নয়। যত শীঘ্র সম্ভব আমাকে লিখ। পিতা মাতাকে আমার সালাম দিও। তোমার শুভ কামনায়।

তোমার ভাই

‘হ’

Post a Comment

Support Us