Preposition: "Along, Around ও Among” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘To ও After’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Along, Around ও Among” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Preposition: "Along, Around ও Among” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

⇘ Along এর ব্যবহারঃ

বরাবর বুঝাতে –

They walked slowly along the road.

দীর্ঘ কোনো কিছুর দিক অনুসৃত সারি বুঝাতে –

Houses had been built along both sides of the river.

They went along the side of that field.

 

⇘ Around এর ব্যবহারঃ

অনেক স্থানে বা স্থানের অভিমুখে বুঝাতে –

We were all running around trying to get ready in time.

There were papers lying around all over the floor.

স্থানে উপস্থিত থাকা বা সহজলভ্য হওয়া অর্থে –

There was more money around in those boys.

I knocked but there was no one around.

আনুমানিক বা প্রায় বুঝাতে –

He arrived around five o’clock.

The cost would be somewhere around TK. 5000.

প্রত্যেক দিক বুঝাতে কিংবা ব্যক্তি / বস্তুকে পরিবেষ্টিত করা অর্থে –

I could hear laughter all around.

This is the yard with a fence all around.

 

 Among এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে পরিবেষ্টিত হওয়া বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বুঝাতে –

There was a house among the trees.

They strolled among the crowds.

অন্তর্ভুক্ত হওয়া কিংবা অনেক বস্তু বা ব্যক্তির মধ্যে ঘটা বুঝাতে –

A British woman was among the survivors.

He was among the last to leave.

কোনো কিছু বিভক্ত কিংবা মনোয়ন করতে –

They divided the money among the children.

The headmaster distributed the prizes among the winners.

 

আরও পড়ুন,

➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment