প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘By, Across ও Down’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Beneath, In ও Inside” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
⇘ Beneath এর ব্যবহারঃ
➧কোনো ব্যক্তি বা বস্তুর অধীনে বুঝাতে –
The
boat sank beneath the waves.
➧কোনো ব্যক্তির জন্য খুব ভালো নয় বুঝাতে –
He
considered such jobs beneath him.
They
thought she had married beneath her.
⇘ In এর ব্যবহারঃ
➧স্থানে কিংবা এলাকার মধ্যে বুঝাতে –
This
is the country in Africa.
The
kids were playing in the street.
➧কোনো বস্তুর অবয়বের মধ্যে কিংবা বস্তুকে পরিবেষ্টন করা অর্থে –
She
was lying in bed.
Leave
the key in the lock.
➧কোনো বস্তুর ভেতরে বুঝাতে –
He
dipped his brush in the paint.
➧কালে বা সময়ে বুঝাতে –
He
died in 2004.
She
will meet you in spring.
➧কোনো কিছু পরিধান করা অর্থে –
She
came here in disguise.
He
was all in black.
➧পারিপার্শ্বিক অবস্থা বর্ণনা করতে –
We
went out in the rain.
He
was sitting alone in the darkness.
➧কোনো কিছুতে অংশগ্রহণ কিংবা নিয়োজিত হওয়া অর্থে –
He
took part in the function.
She
is in the army.
➧কোনো কিছুর গঠন, অবয়ব, বিন্যাস কিংবা পরিমাণ বুঝাতে –
This
is the novel in three parts.
They
sat in rows.
Roll
it up in a ball.
➧ভাষা, ব্যবহৃত উপকরণ বুঝাতে –
Say
it in English.
She
wrote in Pencil.
➧কোনো কিছুর সম্পর্ক বুঝাতে –
She
was not lacking in courage.
This
is a country rich in minerals.
⇘ Inside এর ব্যবহারঃ
➧কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তথা ভিতরে বুঝাতে –
Go inside the house.
There
was a gold watch inside the box.
➧নির্দিষ্ট সময়ের আগে বুঝাতে –
You
can fulfill your dream inside a month.
আরও পড়ুন,
➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।