Preposition: "By, Across ও Down” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Between, Beyond ও Below’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “By, Across ও Down” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Preposition: "By, Across ও Down” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

⇘ By এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বুঝাতে –

Come and sit by me.

The mobile is by the window.

Passive verb এর শেষে –

The work has been done by her.

কীভাবে কোনো কাজ সম্পাদিত হয় তা বুঝাতে –

The house is heated by gas.

I will contact you by latter.

কোনো কিছুর ফলশ্রুতিতে কোনো কিছু ঘটে বুঝাতে ‘the’ ব্যতীত বিশেষ বিশেষ Noun এর পূর্বে by ব্যবহৃত হয় –

They met by chance.

I did it by mistake.

নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝাতে –

Can you finish the work by three o’clock.

কোনো ব্যক্তি বা বস্তু অতিক্রম করা অর্থে –

He walked by me without speaking.

They passed by the forest.

কোনো বস্তুর মাত্রা বা পরিমাণ বুঝাতে –

The bullet missed him by two inches.

কোনো ব্যক্তি বা বস্তুর অংশ বুঝাতে –

I took him by the hand.

কোনো কিছু যে হারে সংঘটিত হয় তা বুঝতে –

They are improving day by day.

We will do it bit by bit.


⇘ Across এর ব্যবহারঃ

বস্তুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত বুঝাতে –

He walked across the field.

I drew a line across the page.

শরীরের অঙ্গের উপর বুঝাতে –

He hit him across the face.

It is too tight across the back.

একটি স্থানের প্রত্যন্ত অঞ্চল কিংবা অনেক লোকের মাঝে বুঝাতে –

Her family is scattered across the country.

The view is common across all sections of the community.

 

 Down এর ব্যবহারঃ

উচু থেকে নিচু স্তর বুঝাতে –

The stone rolled down the hill.

Tears ran down her face.

বরাবর কিংবা অভিমুখ বুঝাতে –

He lives just down the street.

Go down the road till you reach the traffic lights.


আরও পড়ুন,

➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment