Sentence এ Narration এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। গত ব্লগে Narration বা উক্তি কাকে বলে? এবং কত প্রকার ও কি কি? এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আপনাদের মাঝে Sentence এর মধ্যে Narration কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করবো । তবে এই ব্লগটি দেখার পূর্বে Narration বা উক্তি সম্পর্কে মৌলিক ধারণা রাখা জরুরি। তাহলে শুরু করা যাক।


 

Sentence এ Narration এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা, Narration, Kinds of Narration, What is narration, Narration easy way to learn, Narration in Bangla, Narration koto prokar


Assertive sentence এর বর্ণনাঃ Assertive sentence কে Direct speech থেকে Indirect speech এ করার নিয়ম –


গঠনপ্রণালীঃ Subject + Say/tell + Object (যদি থাকে) + that + Reported speech এর Subject + Verb + বাকি অংশ। যেমন –


Direct: He says, “I can do the sum”

Indirect: He says that he can do the sum.

Direct: The teacher said to me, “You are right”

Indirect: The teacher told me that I was right.

Direct: Maha said, “I am reading a novel”

Indirect: Maha said that she was reading a novel.


নোটঃ

 Say/said এর পরে To বসলেও Tell/told এর ক্ষেত্রে to উঠে যায়।


 Reporting verb এ Object না থাকলে ‘say’ এবং Object থাকলে ‘tell’ হয়। Indirect speech That এর পূর্বে ‘said to him, said to me’ ইত্যাদি না বসিয়ে এদের পরিবর্তে ‘told him, told me’ ব্যবহার করা ভালো।

 

Interrogative sentence এর বর্ণনাঃ Interrogative sentence কে Direct speech থেকে Indirect speech এ করার নিয়ম –


👉 Reporting Verb টি উঠিয়ে ‘ask/enquire of/demand of’ বসে।

👉 Reported speech এর শুরুতে যদি Auxiliary verb (am, is, are, was, were, shall, will, can, could, have, has, do) থাকে এবং এর উত্তর যদি Yes বা No হয় তাহলে Reported speech এর পূর্বে “if / whether” বসে।

👉 প্রশ্নবোধক চিহ্ন উঠে যায় এবং Sentence টি Assertive হয়। যেমন –


Direct: Habib said to me, “Are you ill?”

Indirect: Habib asked me if I was ill.

Direct: He said to me, “Did you go to College yesterday?”

Indirect: He asked me whether I had gone to College the previous day.

Direct: “Is not poverty a curse?” my father said to me.

Indirect: My father asked me if poverty was not a curse.

Direct: “Are you weeping?” he asked her.

Indirect: He asked her if she was weeping.

 

 Reported speech এর শুরুতে Wh-Question (who, what, where, why, how, which, whom) ইত্যাদি প্রশ্নবোধক শব্দ থাকলে এগুলোর পূর্বে “if/whether” না বসে ঐ প্রশ্নবোধক শব্দগুলো Indirect speech এ থেকে যায়। যেমন –

Direct: He said to me, “What do you want?”

Indirect: He asked me what I wanted.

Direct: “Where do you live?” asked the stranger

Indirect: The stranger asked (him) where he lived.

Direct: I said to the woman, “Who are you?”

Indirect: I asked the woman who she was.


 Interrogative sentence এ ‘would, please, kindly’ ইত্যাদি “বিনয়” শব্দে ব্যবহৃত হলে এদের পরিবর্তে ‘Politely’ ব্যবহার করা যায়। যেমন –

Direct: He said, ‘would you accompany me, please?”

Indirect: He asked me politely if I would accompany him.

 

Imperative sentence এর বর্ণনাঃ Imperative sentence কে Direct speech থেকে Indirect speech এ করার নিয়ম –


👉 Reporting verb টিকে  ভাব/অর্থ অনুযায়ী ‘order, command, advise, request, tell, beg, ask, encourage, entreat, invite, recommend ও forbid’ ইত্যাদি Verb এ রূপান্তরিত হয়।

👉 দুই অংশের মাঝে to infinitive বসে। তবে Negative Imperative Sentence এর ক্ষেত্রে দুই অংশের মাঝে not to বসে।


গঠনপ্রণালীঃ Subject + order, command, advise, request, tell, beg, ask, encourage, entreat, invite, recommend ও forbid + object (যদি থাকে) + to + Reported speech এর মূল verb থেকে শেষ অংশ পর্যন্ত। যেমন –


Direct: He said to me, “Give me a book”

Indirect: He told me to give him a book.

Direct: He said to me, “Please help me”

Indirect: He requested me to help him.

Direct: Maha said, “Don’t make a noise” (Negative Imperative)

Indirect: Maha ordered them not to make a noise.

Direct: Father said to me, “Do not tell a lie” (Negative Imperative)

Indirect: Father advised me not to tell a lie.

Direct: The captain said to the soldiers, “Fire on”

Indirect: The captain commanded the soldiers to fire on.

 

 Direct speech এ কাউকে সম্বোধন করা হলে নিম্নের নিয়মে Indirect speech এ রূপান্তর করতে হয়।

গঠনপ্রণালীঃ Addressing + Reporting verb এর Object (যদি থাকে) + as + যাকে/যাদেরকে সম্বোধন করা হয়েছে + Reporting verb এর Subject + Reporting verb + to + Reported speech এর মূল Verb থেকে শেষ পর্যন্ত। যেমন –

Direct: He said to them, “Friend, help me”

Indirect: Addressing them as friends he requested them to help him.

 

 Reported speech টি Let দ্বারা শুরু হলে এবং তা দ্বারা প্রস্তাব (Proposal) বা পরামর্শ (Suggestion) বুঝায় তবে Reporting verb টি উঠিয়ে “propose, suggest” প্রভৃতি বসানো হয় এবং Let এর স্থলে Should বসে।

গঠনপ্রণালীঃ Reporting verb টি পরিবর্তিত হয়ে Propose / suggest বসে + Inverted comma উঠে গিয়ে that বসে + they/we বসে + Should বসে + Reported speech এর মূল verb থেকে বাকি অংশ। যেমন -

Direct: He said, “Let us discuss the matter”

Indirect: He proposed that they should discuss the matter.

Direct: The chairman, “Let us drop the matter”

Indirect: The chairman proposed that they should drop the matter.


নোটঃ Reporting verb এর Subject Third person হলে that এর পরে we বসে এবং Reporting verb এর Subject First person হলে that এর পরে they বসে। যেমন –

Direct: He said to me, “Let us go out for a walk”

Indirect: He proposed to me that we should go for a walk.

 

 Reported speech টি Let দ্বারা শুরু হলে এবং তা দ্বারা প্রস্তাব না বুঝিয়ে অনুমতি বুঝালে Reporting verb টি Request হয়। Let এর পরিবর্তে that এবং এর Object কে Subject করে এর পর May/might বা May be allowed to বসাতে হয়। যেমন –

Direct: The boy said, “Let me go in”

Indirect: The boy requested that he might go in.


 কিন্তু Reported speech টি Let দ্বারা শুরু হলেও তা দ্বারা প্রস্তাব বা অনুমতি কিছুই না বুঝালে Reporting verb টি ‘say/tell/told’ হয়।

গঠনপ্রণালীঃ Subject + Reporting verb + Object (যদি থাকে) + that + Reported speech এর Subject + might + Reported speech এর মূল verb থেকে বাকি অংশ। যেমন –

Direct: Habib said to me, “Let him say whatever he likes”

Indirect: Habib told me that he might say whatever he liked.

 

Optative sentence এর বর্ণনাঃ Optative sentence কে Direct speech থেকে Indirect speech এ করার নিয়ম –


👉 Reporting verb এর পরিবর্তে wish বা pray বসে।

👉 Inverted comma উঠে গিয়ে that বসে।

👉 Reported speech এর Subject বসে।

👉 Might বসে।

👉 Reported speech এর মূল Verb থেকে বাকি অংশ।


গঠনপ্রণালীঃ Subject + wish/pray + that + Reported speech এর Subject বসে + might + মূল Verb থেকে বাকি অংশ। যেমন –

 

Direct: He said to me, “May Allah bless you”

Indirect: He prayed that Allah might bless me.

Direct: My mother said, “May you live long”

Indirect: My mother wished that I might live long.

 

Exclamatory sentence এর বর্ণনাঃ Exclamatory sentence কে Direct speech থেকে Indirect speech এ করার নিয়ম –


👉 Reporting verb এর অর্থানুসারে exclaim with joy, exclaim with grief, exclaim with wonder, exclaim with sorrow ইত্যাদি হয়। তবে যেখানে Exclamation এর প্রকৃতি সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় না, সেখানে Reporting verb এ exclaim বা cry out ইত্যাদি ব্যবহৃত হয়।

👉 Reported speech এর পূর্বে ‘That’ বসে।

👉 Reported speech এর শুরুতে How বা What থাকে তাহলে তার পরিবর্তে great বা very বসে। সাধারণত Noun এর পূর্বে great এবং Adjective এর পূর্বে very বসে।

👉 Note of exclamation (!) উঠে যায়।

👉 Sentence টিকে Assertive sentence এ পরিণত করতে হয়। যেমন –

 

Direct: The boys said, “Hurrah! We have won the match”

Indirect: The boys exclaimed with joy that they had won the match.

Direct: He said to me, “Alas! I could not save you”

Indirect: He exclaimed with grief that he could not save me.

Direct: He said, “What a fool I am!”

Indirect: He exclaimed with surprise that he was a great fool.

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment