Tense এ Narration এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। গত ব্লগে Narration বা উক্তি কাকে বলে? এবং কত প্রকার ও কি কি? এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আপনাদের মাঝে Tense এর মধ্যে Narration কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করবো । তবে এই ব্লগটি দেখার পূর্বে Narration বা উক্তি সম্পর্কে মৌলিক ধারণা রাখা জরুরি। তাহলে শুরু করা যাক।


 

Tense এ Narration এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা


Tense এর পরিবর্তনঃ

যদি Reporting verb / speech টি Past Tense এ থাকে, তাহলে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হবে –

Direct Speech

Indirect Speech

Present Indefinite

Past Indefinite

Present Continuous

Past Continuous

Present Perfect

Past Indefinite

Past Perfect

Past perfect

Present Perfect Continuous

Past Perfect Continuous

Past Continuous

Past Perfect Continuous

Past Perfect Continuous

Past Perfect Continuous

 

Tense পরিবর্তনের নিয়মঃ

 Direct speech এর Reporting verb “Present tense, present perfect tense, future tense” হলে Reported speech এর Verb এর Tense এর কোনো পরিবর্তন হয় না। কেবল person পরিবর্তন করতে হয়। যেমন –

Direct: Maha says, “I am ill”

Indirect: Maha says that she is ill.

Direct: Habib has said, “I have done my duty”

Indirect: Habib has said that he has done his duty.

Direct: Sakib will say, “He reads a book”

Indirect: Sakib will say that he reads a book.


 Present indefinite tense পরিবর্তিত হয়ে Past indefinite tense হয়। যেমন –

Direct: Habib said, “I write a letter”

Indirect: Habib said that he wrote a letter.


 Present continuous tense পরিবর্তিত হয়ে Past continuous tense হয়। যেমন –

Direct: Habib said, “I am reading”

Indirect: Habib said that he was reading.

 

 Present perfect tense পরিবর্তিত হয়ে Past perfect tense হয়। যেমন –

Direct: Maha said, “I have done my duty”

Indirect: Maha said that she had done her duty.


 Present perfect continuous tense পরিবর্তিত হয়ে Past perfect continuous tense হয়। যেমন –

Direct: They said, “We have been working for three hours”

Indirect: They said that they had been working for three hours.


 Past Indefinite tense পরিবর্তিত হয়ে Past perfect tense হয়। যেমন –

Direct: Mahim said, “I wrote a letter”

Indirect: Mahim said that he had written a letter.


নোটঃ Direct speech এ দুই বা ততোধিক Verb ‘Past indefinite tense’ হলে Indirect speech এ তা অপরিবর্তিত থাকে । যেমন –

Direct: Maha said, “I came home, took bath, and ate my meal”

Indirect: Maha said that she came home, took bath, and ate her meal.

 

 Reporting verb টি Past tense হলে Reported speech এর Future tense গুলোতে Person অনুসারে shall, will, can, may পরিবর্তিত হয়ে যথাক্রমে should, would, could, might হয়। তবে must, should, would, could, might থাকলে এদের কোন পরিবর্তন হয় না। যেমন –

Direct: He said, “I shall go home”

Indirect: He said that he would go home.

Direct: He said, “I shall do the work”

Indirect: He said that he would do the work.

Direct: Habib said, “I can finish the work”

Indirect: Habib said that he could finish the work.

Direct: Maha said, “I may go to college”

Indirect: Maha said that she might go to college.

 

 Direct speech এর Reporting Verb টি Past Tense হলে এবং Reported speech টি Universal Truth (চিরন্তন সত্য) বা Habitual Fact (অভ্যাসগত কাজ) বুঝায় তবে Reported speech এর Tense এর কোন পরিবর্তন হয় না। যেমন –

Direct: He said, “The earth moves around the sun”

Indirect: He said that the earth moves around the sun.

Direct: He said, “I go to sleep late at night”

Indirect: He said that he goes to sleep late at night.

 

 Direct speech এ Thank you থাকলে তাকে Indirect করার সময় নিম্নের নিয়ম অনুসরণ করতে হয়।

গঠনপ্রণালীঃ Reporting verb এর Subject + Thank/thanked + Reporting verb এর Object.

Direct: He said to me, “Thank you”

Indirect: He thanked me.


 Direct speech এ Good bye থাকলে তাকে Indirect করার সময় নিম্নের নিয়ম অনুসরণ করতে হয়।

গঠনপ্রণালীঃ Reporting verb এর Subject + bid/bade + Object + good-bye.

Direct: He said, “Good-bye my friends”

Indirect: He bade his friends goodbye.


 Direct speech এ Good morning/good evening/good night ইত্যাদি থাকলে তাকে Indirect করার সময় নিম্নের নিয়ম অনুসরণ করতে হয়।

গঠনপ্রণালীঃ Reporting verb এর Subject + wish/wished + Object + good morning/good evening/good night.

Direct: He said to me, “Good night”

Indirect: He wished me good night.

 

 Direct speech এ বক্তা এবং শ্রোতা উভয়ই Proper noun হলে Indirect করার সময় Pronoun এর পাশে ব্র্যাকেটের মধ্যে উক্ত Pronoun টি যে ব্যক্তির পরিবর্তে বসেছে সে ব্যক্তির নামের প্রথম অক্ষর লিখতে হয়।

Direct: Habib said to Sakib, “I have taken your bike”

Indirect: Habib told Sakib that he (H) had taken his (S) bike.

 

 Reporting verb ও তার Subject এবং Object উল্লেখ না থাকলে ‘The speaker said to the person spoken to’ লিখে Indirect এ রূপান্তর করতে হয়। যেমন –

Direct: “I shall meet you tomorrow”

Indirect: The speaker told the person spoken to that he would meet him the next day.

Direct: “where are you going?”

Indirect: The speaker asked the person spoken to where he was going.

 

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment