Articles "The" এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। গত ব্লগে Articles কাকে বলে? Articles কত প্রকারও কি কি? এবং a/an এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আপনাদের মাঝে ‘The’ এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করবো । তবে এই ব্লগটি দেখার পূর্বে Articles সম্পর্কে মৌলিক ধারণা রাখা জরুরি। তাহলে শুরু করা যাক।


 

Articles "The" এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা


The এর ব্যবহারঃ

 

 নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝাতে Singular এবং Plural common noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The man is coming.

The dog is a faithful animal.

The players of this club are going to the field.


 পরিচিত কোনো বস্তু বা স্থানের নামের পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The glass is clear.

The picture is attractive.


 কোনো Phrase বা Clause দ্বারা যদি কোনো Noun কে নির্দিষ্ট করা হয় তাহলে ঐ Noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The man who came to meet her is my father.

The ring made of gold is very costly.


 জাতি বুঝাতে Singular noun এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The cow is a useful animal.

The crow is an ugly bird.

নোটঃ জাতি বুঝাতে man এবং woman এর পূর্বে the ব্যবহৃত হয় না। যেমন –

Man is mortal.


 Uncountable noun কে যখন নির্দিষ্টভাবে বুঝানো হয় তখন এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The water of this pond is pure.

The matter of this book is relevant.


 পৃথিবী, চন্দ্র, সূর্য, নক্ষত্র, আকাশ, দিক প্রভৃতি একক বস্তুর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The sun rises in the east.

The moon shines at night.


 কোনো জাতি বা সম্প্রদায়ের নাম এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The English is a brave nation.


 রাস্তার নামের শেষে Road থাকলে তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

He lives beside the Nawabpur road.

They are going to the Kazi Nazrul Islam road.

 

 কোনো কিছু দ্বিতীয়বার উল্লেখ করলে সেক্ষত্রে তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

We saw a one-eyed man. The man was very helpless.

I noticed a boy. The boy was very clever.


 কোনো পেশার নামের আগে the ব্যবহৃত হয়। যেমন –

He wants to join the army.

She will be appointed to the navy.


 ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্রালিকা, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বত, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ঋতু, তারিখ, দিক ইত্যাদির পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

He reads the Quran every morning.

The Christians follow the laws of the Bible.

The Titanic sank forever.

The Padma is a large river.

The Bay of Bengal is to the south of Bangladesh.

The Andamans are a group of islands.

The Sahara is a famous desert.

The sun sets in the west.


 সমষ্টিবাচক দেশের নাম এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

He visited the USA.

They live in the UK.


 দুটি ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে গুণগত সাদৃশ্য বা বৈসাদৃশ্যের তুলনা বুঝালে, যার সঙ্গে তুলনা করা হয় তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

Narayangonj is the Dundee of Bangladesh.

Nazrul is the Byron of Bangladesh.


 Common noun কে Abstract noun হিসেবে ব্যবহার করলে এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The mother rose in her.

The father in him was lost.


 Morning, noon, afternoon, night, evening ইত্যাদি Noun এর আগে in ব্যবহৃত হলে সাধারণত তাদের পূর্বে the ব্যবহৃত হয়। কিন্তু in এর স্থলে at ব্যবহৃত হলে সেক্ষেত্রে the বসে না। যেমন –

Maha came here in the evening.

They get up early in the morning.


 কোনো তারিখ এবং ঐতিহাসিক ঘটনার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The 21st February is a red letter day in our history.


 কখনো কখনো Common noun এর পূর্বে Possessive adjective হিসেবে the ব্যবহৃত হয়। যেমন –

He pulled the dog by the ear.

She caught him by the hand.


 Adjective যখন বাক্যের প্রথমে বসে এবং Subject এর মতো কাজ করে তাহলে এর পূর্বে the ব্যবহৃত হয় এবং তা Plural common noun এর কাজ করে। যেমন –

The rich hate the poor.

The dishonest will be punished sooner or later.


 Superlative degree এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

He is the best boy in the class.

Maha is the wisest woman in the village.


 যত….তত বুঝাতে Comparative degree এর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

The more you read, the more you learn.

The sooner, the better.


 বাদ্যযন্ত্রের নামের পূর্বে the ব্যবহৃত হয়। যেমন –

He can play the flute.

 

যে সকল ক্ষেত্রে Article ব্যবহার হয় না –

 

 সাধারণত Proper noun এর পূর্বে article বসে না। যেমন –

Nazrul is favorite with me.

William Shakespeare wrote this poem.


 Material noun এর পূর্বে article বসে না। যেমন –

Gold is a precious metal.

Iron is a useful metal.


 Abstract noun এর পূর্বে article বসে না। যেমন –

Honesty is the best policy.

Sincerity is required everywhere.


 সাধারণত প্রশ্নবোধক বাক্যে Kind of, sort of, verity of, type of, species of থাকলে এদের পূর্বে article বসে না। যেমন –

What kind of woman is she?

What type of picture is it?


 খেলা বা খাবার নামের পূর্বে article বসে না। যেমন –

They always play football.

Have you taken supper?


 মুখ্য উদ্দেশ্য School, college, market, bed, hospital, prison, mosque, sea, temple, church, court ইত্যাদি স্থানে যাওয়া বুঝালে এদের পূর্বে article বসে না। যেমন –

He goes to school.

Everyday he goes to Ramna Park.

কিন্তু স্থানগুলোতে অন্য উদ্দেশ্য যাওয়া বুঝালে Article ব্যবহৃত হয়। যেমন –

I went to the hospital to see the patients.


 রোগের নামের পূর্বে article বসে না। যেমন –

He has been suffering from fever.

Cancer is a fatal disease.


 ভাষার নামের পূর্বে article বসে না। যেমন –

I can speak Arabic.

English is a very popular language.


 বার, মাস, ঋতু, উৎসব নামের পূর্বে article বসে না। যেমন –

The school closes on Sunday next.

I was born in August 2000.

Spring is a favorite with her.


 Transitive verb এর complement এর পূর্বে article বসে না। যেমন –

We elected him chairman.

They made him captain.


 Pronominal বা Numeral adjective যদি common noun কে qualify করে তবে তার পূর্বে পূর্বে article বসে না। যেমন –

That is his house.

She has bought this car.


 Common noun যখন সম্বোধন পদ হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে article বসে না। যেমন –

Take your seat, friend.

Ladies and gentlemen, please listen to me.


 একটি মাত্র পর্বত বা দ্বীপ এবং Lake (হ্রদ) ইত্যাদি নামের পূর্বে article বসে না। যেমন –

Mount Everest is the highest peak in the world.

Lake Superior or Lake Baikal.

 

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment