Preposition: "Through, Towards ও With” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Of, Off ও On’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “Through, Towards ও With” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Preposition: "Through, Towards ও With” এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা

⇘ 
Through এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বুঝাতে –

The bullet went straight through him.

কর্ম, অবস্থা কিংবা সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝাতে –

The children are too young to sit through a concert.

He will not live through the night.

I am halfway through her second novel.

বাঁধা, স্তর কিংবা পরীক্ষা অতিক্রান্ত হওয়া অর্থে –

Go through this gate, and you will see the house on your left.

মাধ্যমে কিংবা কারণে বুঝাতে –

You can only achieve success through hard work.

It was through him that I got the job.

 

 Towards এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর অভিমুখে বুঝাতে –

They were heading towards the German border.

She had her back towards me.

নিকটবর্তী হওয়া কিংবা কোনো কিছু অর্জন করা অর্থে –

This is a first step towards political union.

They are coming towards you.

কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে বুঝাতে –

He was warm and tender towards her.

 

⇘ With এর ব্যবহারঃ

কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বুঝাতে –

She lives with her parents.

I have a client with me right now.

কোনো কিছু থাকা কিংবা বহন করা অর্থে –

He looked at her with a hurt expression.

They are both in bed with flue.

যার মাধ্যমে কোনো কিছু সম্পাদিত হয় এমন বুঝাতে –

Cut it with a knife.

কোনো ব্যক্তি বা বস্তুর বিপক্ষে বুঝাতে –

We had to quarrel with her.

I had an argument with my boss.

ব্যপারে কিংবা বিষয়ে বুঝাতে –

Be careful with the glasses.

Are you pleased with the result?

অন্তর্ভুক্ত হওয়া অর্থে –

The meal with soup-curry came to Tk.500/-

With all the lesson preparation I have to work 12 hours a day.

কোনো ব্যক্তি কোনো কাজ যেভাবে সম্পাদন করে তা বুঝাতে –

He behaved with great dignity.

She sleeps with the window open.

কারণে কিংবা ফলস্বরুপ বুঝাতে –

She blushed with embarrassment.

His fingers were numb with cold.

কোনো কিছুর মাধ্যমে নিয়োজিত হওয়া অর্থে –

She acted with a touring company for three years.

কোনো ব্যক্তি বা বস্তু থেকে আলাদা বুঝাতে –

I could never part with this ring.

Can we dispense with the formalities?

স্বত্বেও বুঝাতে –

With all her faults I still love her.

With all their falsehood we forgave them.

 

আরও পড়ুন,

➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।

 Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment