প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘About, Above ও Against’ নিয়ে আলোচনা করেছি। আজকের ব্লগে Preposition এর “To ও After” এর ব্যবহার নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
⇘ To এর ব্যবহারঃ
➧কোনো কিছুর দিক বা অভিমুখ বুঝাতে – I walked to the office.
➧কোনো কিছু থেকে দূরুত্ব বুঝাতে – The meadows lead down to the river.
➧নির্দিষ্ট অবস্থানে উপনীত হওয়া অর্থে – The vegetables were cooked to perfection.
➧কোনো কর্মের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তু প্রভাবিত হয় বুঝাতে –
She
is devoted to her family.
What
have you done to your hair?
➧দুটি বস্তু সম্পৃক্ত রয়েছে এমন বুঝাতে – This is attached to that.
➧সম্পর্ক কিংবা বিষয় বুঝাতে – It was a threat to world peace.
➧তুলনা বা অনুপাতের অগ্রাধিকার বুঝাতে –
I
prefer reading to writing.
We
won by six goals to three.
➧পরিমাণ বা হার বুঝাতে – There are 2.54 centimeters to an inch.
➧কোনো পরিধির সীমানা বা সময়ের ব্যাপ্তি বুঝাতে –
I
would say he was 25 to 30 years old.
We
only work from Monday to Friday.
➧কোনো কিছুর সূচনার পূর্বে – How long is it to lunch?
➧কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু গ্রহণ করে বুঝাতে –
He
gave it to his younger brother.
I
shall explain to you where everything goes.
➧কোনো ব্যক্তি বা বস্তুর সম্মানার্থে নির্দেশ করতে –
This
is the monument to the soldiers who died in the war.
⇘ After এর ব্যবহারঃ
➧কোনো কার্য সম্পাদনের পর বুঝাতে –
We
shall have after lunch.
Let’s
meet the day after tomorrow.
➧প্রস্থান করেছে এমন কারো পশ্চাতে বুঝাতে –
Shut
the door after you.
I
am always having to clean up after the children.
➧গুরুত্বের দিক থেকে কিংবা ক্রমের দিক থেকে কোনো ব্যক্তি বা বস্তু
অনুগামী হওয়া অর্থ –
Your
name comes after mine in the list.
He
is the talent, after Habib.
➧কোনো কিছু অনেক বার কিংবা বিরামহীনভাবে ঘটে বুঝাতে –
I
have told you time after time not to do that.
➧কোনো ব্যক্তি বা বস্তুর নামানুসারে বুঝাতে –
We
named the baby ‘Maha’ after her grandmother.
➧ফলস্বরুপ কিংবা যা ঘটেছে তার কারণ স্বরূপ বুঝাতে –
I
shall never forgive him after what he said.
➧কোনো ব্যক্তি বা বস্তুর পিছনে ছোটা বুঝাতে –
He
hankers after money.
The
police are after him.
আরও পড়ুন,
➦ About, Above ও Against এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ To ও After এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Along, Around ও Among এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ At, Before ও Behind এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Between, Beyond ও Below এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ By, Across ও Down এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Beneath, in ও Inside এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Into, From ও For এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Of, Off ও On এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Through, Towards ও With এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Without, Within, Up ও Upon এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
➦ Out, Ouside, Onto, Regarding ও Concerning এর ব্যবহার এবং উদাহরণসহ বর্ণনা।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।