সংবাদপত্র পাঠের উপকারিতা সম্বন্ধে তোমার ভাইকে একটি চিঠি লেখ।
বাংলাবাজার,
ঢাকা – ১১০০
জানুয়ারি
০১, ২০২৩
প্রিয়
‘এ’
গতকাল
তোমার চিঠি পেয়েছি। তুমি লিখেছ যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছ। জেনে
খুব খুশি হয়েছি। তোমার চারপাশের জগৎ সম্বন্ধে জানা আজকাল খুবই দরকার। কিন্তু যদি তুমি
তা জানতে চাও তবে প্রতিদিন তোমাকে সংবাদপত্র পড়তে হবে। কারণ, সংবাদপত্র হলো জ্ঞানের
ভাণ্ডার। এটি অতি অল্প সময়ে বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি তোমার সামনে তুলে ধরবে। এটা
পড়ে তুমি বর্তমান সময়ের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আধুনিক বিজ্ঞান সম্পর্কেও
জানতে পারবে। ব্যবসা ও খেলাধুলার সংবাদও এর
মধ্যে আছে। সংক্ষেপে বলতে গেলে সমগ্র বিশ্বের সাথে তুমি যোগাযোগ রাখতে পারো এই সংবাদপত্রের
মাধ্যমে। অতএব, আমি অবশ্যই উপদেশ দেব প্রতিদিন সংবাদপত্র পড়তে যা তোমার জন্য অতীব জরুরি।
আজ
আর নয়। যত তাড়াতাড়ি সম্ভব চিঠি দিও। বাবা-মাকে আমার সালাম জানিও। শুভেচ্ছা রইল।
তোমার
বড় ভাই
‘ম’