প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে শেয়ার করবো ইংরেজি ব্যকরণের অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ‘Transformation of Sentence’। তবে Transformation of Sentence শুরু করার আগে নিম্নলিখিত বিষয়গুলোর সম্পর্কে ধারণা রাখা জরুরি। আর এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি এই ব্লগে বিস্তারিত বর্ণনা করেছি।
Transformation of Sentence এর পরিচয়ঃ ইংরেজি
ব্যাকরণে Sentence কে দুইভাবে পরিবর্তন করা যায়। প্রথমত বাক্য গঠনের সাথে সাথে অর্থ
পরিবর্তন হওয়াকে Conversion of sentences বলে। দ্বিতীয়ত বাক্য গঠনের সাথে সাথে অর্থের
কোন পরিবর্তন না হওয়াকে (অর্থাৎ অর্থগত দিক অপরিবর্তিত রেখে রূপগত পরিবর্তনকে)
Transforamtion of Snetence বা ব্যক্যন্তরকরণ বলে।
নিম্নলিখিত প্রকারগুলোকে Transformation
of Sentence এ পারস্পরিক রূপান্তর করা যায় –
- পাঁচ প্রকার Sentence.
- Simple, Complex ও Compound Sentence.
- Degree of Comparison.
- Voice.
আজকের ব্লগে Simple, Complex ও Compound Sentence
এর পারস্পরিক রূপান্তর নিয়ে বিস্তারিত বর্ণনা করবো –
গঠন অনুসারে Sentence তিন প্রকার। যথা –
নিম্নে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা
হলো –
Simple Sentence এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Sentence এ একটি মাত্র
Subject এবং একটিমাত্র Finite verb বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে Simple Sentence বা
সরল বাক্য। তবে এই দুটি অংশের যে কোনো একটি অংশ মাঝে মাঝে উহ্য থাকে।
নোটঃ Finite verb বা সমাপিকা ক্রিয়া হলো
– যে ক্রিয়া নিজের অর্থ নিজেই সম্পূর্ণরুপে প্রকাশ করতে পারে।
উদাহরণঃ
Maha reads a book.
I shall go to Chandpur tomorrow.
We are working in the field.
উপরের প্রত্যেকটি বাক্যে একটিমাত্র
Subject ও একটিমাত্র Finite verb আছে। সুতরাং বাক্যগুলো Simple Sentence বা সরল বাক্য
👉 Simple Sentence সম্পর্কে বিস্তারিত জানুন।
Complex Sentence এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে Sentence এ একটি Principal
clause এবং এক বা একাধিক Sub-ordinate clause থাকে তাকে Complex Sentence বা জটিল বাক্য
বলে।
উদাহরণঃ
Remember:
SC => Sub-ordinate Clause.
PC => Principal Clause.
If I can managed money (SC) I shall
repay the loan (PC).
As I was ill (SC) I could not go to
college (PC).
Since I was ill (SC) I could not attend
the meeting (PC).
👉 Complex Sentence সম্পর্কে বিস্তারিত জানুন।
Compound Sentence এর বর্ণনাঃ
সংজ্ঞাঃ যে বাক্যে একাধিক principal
clause, Co-ordinating দ্বারা যুক্ত থাকে তাকে Compound Sentence বা যৌগিক বাক্য বলে।
উদাহরণঃ
The writer took a cabin and it was
small.
Work hard or you will not prosper in
life.
He is poor but he is honest.
Study hard otherwise you will fail.
কিছু Coordinating conjunction এর তালিকা
– and, or, but, both…and, not only … but also, no less than, no fewer than,
neither…nor, either…or, otherwise, still, yet, nevertheless ইত্যাদি।
নোটঃ প্রিয় শিক্ষার্থীবন্ধুরা
Conjunction এর অন্যতম একটি প্রকার হলো Coordinating Conjunction। আমি ইতিপূর্বে
Coordinating Conjunction সম্পর্কে এই ব্লগসাইটে বিস্তারিত আলোচনা করেছি। সময় করে দেখে
নিতে পারো, যাতে করে শিখাটা আরও পাকাপোক্ত হয়।
👉 Compound Sentence সম্পর্কে বিস্তারিত জানুন।
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন
এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয়
তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে
ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো
থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।