Voice কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা


প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। Notesaid24 ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজ আপনাদের মাঝে শেয়ার করবো ইংরেজি ব্যাকরণের অন্ত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ‘Voice বা বাচ্য’। তবে Voice বা বাচ্য শুরু করার আগে নিম্নলিখিত বিষয়গুলোর সম্পর্কে ধারণা রাখা জরুরি। আর এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি এই ব্লগে বিস্তারিত বর্ণনা করেছি।


Voice কাকে বলে ? এবং কত প্রকার ও কি কি ? উদাহরণসহ বর্ণনা, What is voice, Voice, Types of voice, kinds of voice, voice of example, voice exercise, easy way learn voice



Voice বা বাচ্য এর পরিচয়ঃ Subject নিজে কোনো কাজ সম্পন্ন করে কিংবা কোনো কাজ অন্যের দ্বারা সম্পন্ন হয় তা বুঝাতে Verb এর যে বিশেষরুপ ধারণ করে তাকে Voice বা বাচ্য বলে। যেমন –


I eat rice => Rice is eaten by me.


উদাহরণ বিশ্লেষণঃ উপরের প্রথম বাক্যে Subject হচ্ছে “I” এবং দ্বিতীয় বাক্যে Subject হচ্ছে “Rice”। আবার প্রথম বাক্যে Verb হচ্ছে “Eat বা খাই” এবং দ্বিতীয় বাক্যে Verb হচ্ছে “is eaten বা খাওয়া হয়”। উপরের উদাহরণগুলোতে অর্থগত কোনো পার্থক্য না থাকলেও গঠনগত পার্থক্য রয়েছে।

 

Voice বা বাচ্য এর প্রকারভেদঃ Voice ২ প্রকার। যথা –

  1. Active voice (কর্তৃবাচ্য)
  2. Passive voice (কর্মবাচ্য)


Voice এর প্রকারভেদের বিস্তারিত আলোচনা -


Active voice এর বর্ণনাঃ  কোনো Sentence এর Subject যখন নিজেই সক্রিয় হয়ে কাজ সম্পন্ন করে তখন তাকে Active voice বা কর্তৃবাচ্য বলে। যেমন –

I eat rice.

I write a letter.


Passive voice এর বর্ণনাঃ কোনো Sentence এর Object যখন সক্রিয় হয়ে কার্য সম্পন্ন করে তখন তাকে Passive voice বা কর্মবাচ্য বলে। যেমন –

Rice is eaten by me.

A letter is written by me.

 

Object চিনার উপায়ঃ

⇘ সাধারণত মূল Verb এর পর Object থাকে। যেমন –

Habib catches a bird – এই বাক্যে “catches” মূল Verb এবং “bird” Noun টি তার পরে বসায় তা Object.


 Verb কে “কি বা কাকে” দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই Object. যেমন – He teaches us English.

এই বাক্যে Verb “teaches” কে ‘কি’ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ‘English’ সুতরাং এই বাক্যে Object হচ্ছে ‘English’

আবার, Verb “teaches” কে 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে ‘Us’. তাহলে এই বাক্যে Object হচ্ছে দুটি – Us, English.


নোটঃ 

 দুইটি Object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তর করার সময় প্রথম Object টি অর্থাৎ ব্যক্তিবাচক Object টিকে Subject করাই শ্রেয়।

Active voice: Mr. Habib teaches us English.

Passive voice: We are taught English by Mr. Habib. Or English is taught us by Mr. Habib


 মাঝে মাঝে Active voice এ দুটি Object এর মধ্যে যে কোনো একটির পূর্বে Preposition থাকে। সেক্ষেত্রে যে Object টির পূর্বে Preposition থাকে, সেটি Passive voice এর Subject হিসেবে ব্যবহৃত হয় না। বাকি যে Object থাকে সেটাই Passive voice এর Subject হিসেবে ব্যবহৃত হয়। যেমন –

Active voice: Maha did for me the unnecessary things.

Passive voice: The unnecessary things were done for me by Maha.

 

উদাহরণ বিশ্লেষণঃ উপরের বাক্যটিতে ‘did’ Verb এর পরে “me ও the unnecessary things” এই দুটি Object রয়েছে। তার মধ্যে ‘me’ Object এর পূর্বে Preposition ‘For’ বসায় তাকে Passive voice এ Subject ব্যবহার হয় নি। তাই the unnecessary things কে Subject করে Passive voice করা হয়েছে।

 

মনে রাখবে যে,

 Verb ‘to be’ এর সাহায্য ব্যতীত Passive voice করা যায় না। এই Be verb টি ভিন্ন প্রকার Tense বা কালে ভিন্নরূপ ধারণ করে। তবে “shall, should, will, would, can, could, may, might এবং Imperative sentence” নিজস্বরুপেই বিদ্যমান থাকে।


 যদি Active sentence এ কোনো Object না থাকে অর্থাৎ ব্যাক্যটির Verb টি Intransitive হয় তাহলে তার Passive voice হয় না। যেমন –

She dances (এই বাক্যে Subject ‘She’ এবং Verb ‘Dances’ আছে কিন্তু Object নেই বলে এর Passive voice রুপান্তর অসম্ভব)

 

 Voice change এর ক্ষেত্রে Pronoun এর Nominative ও Objective case এর পরিবর্তন –

Nominative

Objective

I

Me

We

Us

You

You

He

Him

She

Her

It

It

They

Them

Maha

Maha

 

Active voice কে Passive voice এ রূপান্তর করার সাধারণ নিয়মঃ

Rule 1: Active voice এর Object এর Subject রূপ + Auxiliary verb + মূল Verb এর Past participle (V3) + by + Active voice এর Subject এর Object রূপ।

 

 

নিম্নে Tense বা Sentence ব্যতীত অন্যান্য ক্ষেত্রে Voice এর ব্যবহার দেওয়া হলো –

 

Rule 1: Subject + Verb + Object + Present participle যুক্ত Active voice কে Passive voice এ পরিবর্তনের নিয়ম-

গঠনপ্রণালীঃ Object টি Subject হয় + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) হয় + Present participle যুক্ত অংশটি বসে + By বসে + Subject টির Objective form বসে। যেমন –

Active: I saw him reading a book.

Passive: He was seen reading a book by me.

 

Rule 2: Double object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম -

গঠনপ্রণালীঃ দুটি Object এর যে কোনো একটিকে Passive voice এর Subject করতে হয় (তবে Personal object কে subject করাই শ্রেয়) + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে +  মূল Verb এর Past participle (V3) হয় + বাকি Object টি বসে + By + Subject টির Objective form বসে। যেমন –

Active: I gave him a book

Passive: He was given a book by me Or A book was given him by me.


নোটঃ

 দুটি Object এর মধ্যে যে Object টি স্বস্থানে থেকে যায় তাকে Retained object বলে।


Rule 3: Complex এবং Compound Sentence যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম –

Complex এবং Compound Sentence যুক্ত Active voice এ রূপান্তরের সময় উভয় Clause এরই Voice পরিবর্তন করতে হয়। যেমন –

Active: I know that the he did the work.

Passive: It is known to me that the work was done by him.

Or, That the work was done by him is known to me.


নোটঃ

 Subordinate Clause অর্থাৎ that, why ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত বাক্যটি প্রথম বসবে। তবে Principal Clause টি আগে রেখেও Passive এ রূপান্তর করা যায়।


 Principal Clause এর Object থাকে না বলে ‘it’ কে এ অংশের Object ধরতে হয়।


Rule 4: Intransitive verb যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম –

সাধারণত Intransitive verb এর Passive voice হয় না। তবে Intransitive verb এর পরে Preposition যুক্ত হয়ে যদি Group verb গঠন করে এবং তা Transitive verb হিসেবে ব্যবহৃত হয় তবে তার Passive voice হয়। তখন তার গঠন হবে –

গঠনপ্রণালীঃ Object টি Subject হয় + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) হয় + Preposition-টি বসে + By বসে + Subject টির Objective form বসে। যেমন –

Active: He looks after the orphans.

Passive: The orphans are looked after by him.

Active: The track ran over the boy.

Passive: The boy was run over by the track.


Rule 5: Reflexive Object (myself, ourselves, yourself, yourselves, themselves, himself, and herself) verb যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম –

গঠনপ্রণালীঃ Active voice এর Subject টি অপরিবর্তিত অবস্থায় Passive voice এর Subject হিসেবে বাক্যের প্রথমে বসে + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) হয় + By বসে + Reflexive Object-টি বসে। যেমন –

Active: She killed herself.

Passive: She was killed by herself.


Rule 6: Factitive object / Complementary object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম –

Factitive object এর সংজ্ঞাঃ কতগুলো Intransitive verb যেমন – select, elect, nominate, make, call, and name ইত্যাদির Object থাকা স্বত্ত্বেও সম্পূর্ণরুপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত Object আনতে হয়। আর এইরূপ অতিরিক্ত Object কে Factitive object বলে।

Factitive object এর Passive voice এ রূপান্তরের গঠনঃ Pronominal object টি (me, us, you, them, him, her) নামবাচক Object টি Subject হয় + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) হয় + Factitive object টি বসে + By বসে + Subject টির Objective form বসে। যেমন –

Active: We made him president.

Passive: He was made president by us.

Active: We called him a fool.

Passive: He was called a fool by us.


Rule 7: Quasi-passive যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম –

যে Verb দেখতে Active কিন্তু অর্থের দিকে দিয়ে Passive তাকে Quasi-passive বলে।

Quasi-passive এর Passive voice এ রূপান্তরের গঠনঃ

নিয়ম একঃ Active voice এর Subject টিই Passive voice এর Subject হিসেবে বসে + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + Adjective বসে + When বসে + প্রথম Subject অনুযায়ী “it/they” বসে + আবারো Tesne অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) বসে।

নিয়ম দুইঃ Active voice এর Subject টিই Passive voice এর Subject হিসেবে বসে + Tense ও Person অনুযায়ী Auxiliary verb বসে + মূল Verb এর Past participle (V3) বসে + Adjective বসে । যেমন –

Active: Honey tastes sweet.

Passive: Honey is sweet when it is tasted (প্রথম নিয়ম অনুসারে)

Or, Honey is tasted sweet (দ্বিতীয় নিয়ম অনুসারে)

 

Rule 8: কোন কোন ক্ষেত্রে Object এর পূর্বে By এর পরিবর্তে with, at, to ইত্যাদি বসে। যেমন –

Active: He annoyed me.

Passive: I was annoyed with him.

Active: I know the boy.

Passive: The boy is known to me.

Active: His behavior surprised me.

Passive: I was surprised at his behavior.


Rule 9: advice, insist, propose, recommend, suggest + gerund + object যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম –

প্রদত্ত Active voice এর Subject ও Verb বসে + that বসে + Gerund এর পরের Object টি বসে + should be বসে + প্রদত্ত Gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার Past Participle বসে। যেমন –

Active: He suggested giving up smoking.

Passive: He suggested that smoking should be given up.


Rule 10: Need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch ইত্যাদি Verb গুলোর পর Active voice এর ‘to’ উহ্য থাকে। তবে Passive voice করার সময় তাদের পরে “to” বসে। তবে let-এ Passive করার সময় verb এর পর ‘to’ বসে না।

Active: She made me do the work.

Passive: I was made to do the work by her

Active: I saw her go

Passive: She was seen to go by me.

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment