স্নাতক ডিগ্রি অর্জনের পর তুমি কি করতে চাও তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ

স্নাতক ডিগ্রি অর্জনের পর তুমি কি করতে চাও তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।

স্নাতক ডিগ্রি অর্জনের পর তুমি কি করতে চাও তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখ।


প্রিয় বন্ধু ‘ম’,

তোমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। স্নাতক ডিগ্রি অর্জনের পর কি করতে চাই তা জানতে চেয়েছ। হ্যাঁ, এখন আমি সে সম্পর্কই বলব। তুমি জানো যে, আমি আইনজীবী হয়ে একজন রাজনীতিবিদ হতে চাই। তাই স্নাতক পাসের পর এলএলবি ডিগ্রি অর্জনের জন্য ল’ কলেজে ভর্তি হব। তারপর আইনজীবী পেশায় নিযুক্ত হব এবং জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করব। বাংলাদেশে স্বচ্ছ রাজনীতি ও রাজনীতিবিদের অত্যন্ত প্রয়োজন। আমার প্রজ্ঞাকে আমি এ ক্ষেত্রে নিয়োজিত করব। আশা করি তুমি আমার সিদ্ধান্তকে স্বাগত জানাবে।

আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেক।

তোমার ‘এ’

Post a Comment

Support Us