পূর্ণ বেতন মওকুফ / উপবৃত্তি / মঞ্জুরি / দরিদ্র তহবিল থেকে সাহায্যের সুবিধার জন্য আবেদন জানিয়ে একটি দরখাস্ত লেখ।
০৩
জানুয়ারি ২০২৩
প্রধান
শিক্ষক,
‘এম’
উচ্চ বিদ্যালয়, চাঁদপুর
বিষয়ঃ
আর্থিক সহায়তার জন্য আবেদন।
জনাব,
সবিনয়
নিবেদন এই যে, আমার বাবা যিনি বেসরকারি অফিসের একজন সামান্য কেরানি। অনবরত প্রয়োজনীয়
জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে আমার পড়াশুনার খরচ চালাতে পারছেন না। যদি আমাকে বিদ্যালয়ের দরিদ্র তহবিল থেকে সাহায্য / উপবৃত্তি / বিনা বেতনে অধ্যায়নের সুযোগ নে দেয়া হয় , তবে
পড়াশুনার চালিয়ে যাওয়ার অন্য কোনো উপায় থাকবে না।
এমতাবস্থায়,
আকুলভাবে আপনার নিকট প্রার্থনা করছি যে, আপনি দয়া করে আমার বিষয়টি অনুকূল বিবেচনা করবেন
এবং পড়াশুনা চালিয়ে যাবার সুব্যবস্থা করবেন। আপনার বদান্যতার জন্য আমি বাধিত থাকব।
আপনার
একান্ত অনুগত ছাত্র
হাবীব
দশম
শ্রেণি, রোল নং – ১
অথবা,
০৩
জানুয়ারি ২০২৩
প্রধান
শিক্ষক,
‘এম’
ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ
আর্থিক সহায়তার জন্য আবেদন।
জনাব,
সবিনয়
নিবেদন এই যে, আমার বাবা যিনি বেসরকারি অফিসের একজন সামান্য কেরানি। অনবরত প্রয়োজনীয়
জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে আমার পড়াশুনার খরচ চালাতে পারছেন না। যদি আমাকে মাদরাসার
দরিদ্র তহবিল থেকে সাহায্য / উপবৃত্তি / বিনা বেতনে অধ্যায়নের সুযোগ নে দেয়া হয় , তবে
পড়াশুনার চালিয়ে যাওয়ার অন্য কোনো উপায় থাকবে না।
এমতাবস্থায়,
আকুলভাবে আপনার নিকট প্রার্থনা করছি যে, আপনি দয়া করে আমার বিষয়টি অনুকূল বিবেচনা করবেন
এবং পড়াশুনা চালিয়ে যাবার সুব্যবস্থা করবেন। আপনার বদান্যতার জন্য আমি বাধিত থাকব।
আপনার
একান্ত অনুগত ছাত্র
হাবীব
দশম
শ্রেণি, রোল নং – ১