একটি রক্তদান শিবির আয়োজনের জন্য প্রধান শিক্ষকের নিকট অনুমতি চেয়ে একটি দরখাস্ত লেখ।
২৮ ফেব্রুয়ারি ২০২২
প্রধান শিক্ষক
এম
আদর্শ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর
বিষয়ঃ রক্তদান কর্মসূচি আয়োজনে অনুমতির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমাদের হাসপাতালগুলোতে
রোগীদের বাঁচাতে রক্তদানের জন্য অবেদন পত্র-পত্রিকাগুলোতে আমরা প্রায়ই দেখি। একই ধরনের
আবেদন আমরা দৈনিক টিভি অনুষ্ঠানগুলোতে দেখি। আমরা মনে করি, মানবিক দৃষ্টিকোণ থেকে এ
ধরনের আবেদনের সাড়া দেয়া আমাদের উচিত। আমি এই নিয়ে সদর হাসপাতালের সিভিল সার্জনের সাথে
কথা বলেছি। আমরা রক্ত দিতে চাইলে যাবতীয় প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য তিনি আমাকে
আশ্বস্ত করেছেন। আমি দেখেছি আমাদের ছাত্র-ছাত্রীরা এ ব্যাপারে খুবই আগ্রহান্বিত।
অতএব, আমাদের গণিত শিক্ষকের তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচির
আয়োজনের অনুমতি দিয়ে বাধিত করবেন।
আপনার একান্ত বাধ্যানুগত
হাবীব
অথবা,
২৮ ফেব্রুয়ারি ২০২২
প্রধান শিক্ষক
এম
ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ রক্তদান কর্মসূচি আয়োজনে অনুমতির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমাদের হাসপাতালগুলোতে
রোগীদের বাঁচাতে রক্তদানের জন্য অবেদন পত্র-পত্রিকাগুলোতে আমরা প্রায়ই দেখি। একই ধরনের
আবেদন আমরা দৈনিক টিভি অনুষ্ঠানগুলোতে দেখি। আমরা মনে করি, মানবিক দৃষ্টিকোণ থেকে এ
ধরনের আবেদনের সাড়া দেয়া আমাদের উচিত। আমি এই নিয়ে সদর হাসপাতালের সিভিল সার্জনের সাথে
কথা বলেছি। আমরা রক্ত দিতে চাইলে যাবতীয় প্রযুক্তিগত সহায়তা দেয়ার জন্য তিনি আমাকে
আশ্বস্ত করেছেন। আমি দেখেছি আমাদের ছাত্র-ছাত্রীরা এ ব্যাপারে খুবই আগ্রহান্বিত।
অতএব, আমাদের গণিত শিক্ষকের তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচির
আয়োজনের অনুমতি দিয়ে বাধিত করবেন।
আপনার একান্ত বাধ্যানুগত
হাবীব