ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন

 ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখ।

ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন


১৪ জানুয়ারি ২০২৩

অধ্যক্ষ

এম আদর্শ কলেজ, চাঁদপুর

বিষয়ঃ ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি ভর্তির সময় ঐচ্ছিক বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলাম, এখন রাষ্ট্রবিজ্ঞান আমার কাছে খুবই কঠিন মনে হয় এবং সমাজ কর্ম অধিকতর সহজ মনে হয়। এমতাবস্থায় আমাকে রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে সমাজ কর্ম নেয়ার আদেশ দানে বাধিত করতে আমি আপনার নিকট সবিনয় আবেদন জানাচ্ছি।

আপনার একান্ত অনুগত ছাত্র

হাবীব

ডিগ্রী ১ম বর্ষ

 

অথবা, ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য তোমার মাদরাসার অধ্যক্ষ সমীপে একটি দরখাস্ত লেখ।

 

১৪ জানুয়ারি ২০২৩

অধ্যক্ষ

এম ইসালামিয়া মাদরাসা, চাঁদপুর

বিষয়ঃ ঐচ্ছিক বিষয় পরিবর্তনের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি ভর্তির সময় ঐচ্ছিক বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছিলাম, এখন রাষ্ট্রবিজ্ঞান আমার কাছে খুবই কঠিন মনে হয় এবং ইসলামী শিক্ষাকে অধিকতর সহজ মনে হয়। এমতাবস্থায় আমাকে রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে ইসলামী শিক্ষা নেয়ার আদেশ দানে বাধিত করতে আমি আপনার নিকট সবিনয় আবেদন জানাচ্ছি।

আপনার একান্ত অনুগত ছাত্র

হাবীব

ফাযিল ১ম বর্ষ

Post a Comment