স্কুল / মাদরাসা ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন

বিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপনের আবেদন জানিয়ে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখ।

 

স্কুল / মাদরাসা ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন

০২ মার্চ ২০২৩

প্রধান শিক্ষক

এম আদর্শ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর

বিষয়ঃ বিদ্যালয় ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন।

জনাব,

আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবিনয় নিবেদন করছি যে, জরুরিভাবে আমরা বিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যান্টিনের প্রয়োজন বোধ করছি। আমাদেরকে সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করতে হয়। বিদ্যালয়ে ক্যান্টিন না থাকায় আমরা কোনো প্রকার হালকা খাবার-দাবার খেতে পারি না। মাঝে মাঝে আমাদেরকে ক্যাম্পাসের বাহিরে যেতে হয় এবং রাস্তার পাশের অস্বাস্থ্যকর রেস্তোরা থেকে খাদ্য গ্রহণ করতে হয়।

আমাদের অসুবিধার কথা গুরুত্বের সাথে বিবেচনা করে স্কুলের প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের উদ্যোগ অতি শীঘৃই গ্রহণ করবেন।

আপনার অনুগত

এম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ

 

অথবা,

 

০২ মার্চ ২০২৩

প্রধান শিক্ষক

এম ইসালামিয়া মাদরাসা, চাঁদপুর

বিষয়ঃ মাদরাসার ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন।

জনাব,

আমরা আপনার মাদরাসার ছাত্রছাত্রীরা সবিনয় নিবেদন করছি যে, জরুরিভাবে আমরা মাদরাসা ক্যাম্পাসে একটি ক্যান্টিনের প্রয়োজন বোধ করছি। আমাদেরকে সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত মাদরাসার অবস্থান করতে হয়। মাদরাসায় ক্যান্টিন না থাকায় আমরা কোনো প্রকার হালকা খাবার-দাবার খেতে পারি না। মাঝে মাঝে আমাদেরকে ক্যাম্পাসের বাহিরে যেতে হয় এবং রাস্তার পাশের অস্বাস্থ্যকর রেস্তোরা থেকে খাদ্য গ্রহণ করতে হয়।

আমাদের অসুবিধার কথা গুরুত্বের সাথে বিবেচনা করে মাদরাসার প্রাঙ্গণে একটি ক্যান্টিন স্থাপনের উদ্যোগ অতি শীঘ্রই গ্রহণ করবেন।

আপনার অনুগত

এম ইসালামিয়া মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ

Post a Comment