পোস্ট অফিস স্থাপনের জন্য আবেদন

তোমার এলাকায় একটি পোস্ট আফিস স্থাপনের জন্য পোস্ট মাস্টার জেনারেল বরাবর দরখাস্ত লিখ।

পোস্ট অফিস স্থাপনের জন্য আবেদন


২৩ জুলাই ২০২২

পোস্ট মাস্টার জেনারেল

জিপিও ঢাকা, বাংলাদেশ

বিষয়ঃ পোস্ট অফিস স্থাপনের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মানপূর্বক বিনীত প্রার্থনা এই যে, আমরা গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানাধীন গোবরা গ্রামের অধিবাসীরা আপনার সদয় বিবেচনায় জন্য নিম্নোক্ত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এলাকায় কোনো পোস্ট আফিস নেই। নিকটস্থ পোস্ট অফিস এখান থেকে তিন মাইল দূরে। বহুদূর হেঁটে আমাদের কার্ড, স্ট্যাম্প, পোস্ট চিঠি, প্যাকেট সংগ্রহ ও ডাকযোগ টাকা পাঠাতে হয়। এ সমস্যা গ্রীষ্মকালে তীব্রতর হয়, যখন আমরা সূর্যের উত্তাপে ঝলসে যাই। আবার বর্ষাকালে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। আমাদের এলাকার অনেক লোক দেশের বিভিন্ন জায়গায় কাজ করে। আমাদের গ্রামের অধিকাংশই শিক্ষিত এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। সুতরাং আমাদের গ্রামের পোস্ট অফিসের অভাবের কারণে আমরা যে কত দুর্ভোগ পোহাচ্ছি তা সহজেই বুঝা যায়।

এহেন পরিস্থিতিতে আমরা বিনীতভাবে প্রার্থনা করছি যে, আপনি আমাদের এলাকায় পোস্ট অফিস স্থাপনে সদয় হবেন।

আপনার বিশ্বস্ত

হাবীব

গোবরা গ্রামের অধিবাসীদের পক্ষে।

Post a Comment