মাদরাসা হোস্টেলে সরবরাহকৃত খাবারের মান বৃদ্ধির জন্য অধ্যক্ষের নিকট একটি দরখাস্ত লেখ।
০৮
অক্টোবর ২০২৩
অধ্যক্ষ
এম
আলিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ
মাদরাসা হোস্টেল খাবারের মান বৃদ্ধির জন্য অবেদন।
জনাব,
আমরা মাদরাসা নিবাসী ছাত্ররা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের মাদরাসা হোস্টেলে
সরবরাহকৃত খাবারের মান খুব নিম্নমানের। আমাদের গন্ধযুক্ত এবং নিকৃষ্টমানের ভাত দেয়া
হয়। যে মাছ আমাদের দেয়া হয় তা প্রায়ই পঁচা হয়। যদি আমাদের ডিম দেয়া হয় তবে তা একটি
ডিম দু’জনকে দেয়া হয়। এবং প্রায়ই ডালকে আমরা বিশুদ্ধ খাবার পানি ভেবে ভুল করি। অবশ্য
আমরা ডাইনিং ম্যানেজারকে বহুবার অভিযোগ করেছি এবং এই সমস্ত দাবী নিয়ে আমরা ডাইনিং ম্যানেজার
এবং হোস্টেল সুপারের সাথে বৈঠক করেছি কিন্তু কোনো ফল পাইনি। উল্লেখ্য যে খাবারের দামও
বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে নিম্নমানের খাবারের কারণে কিছু ছাত্র হোস্টেল ত্যাগ করেছে।
সুতরাং
আমরা আশা করছি এবং প্রার্থনা করছি যে খুব অল্প সময়ের মধ্যে আপনি ডাইনিং হল এবং আমাদের
সরবরাহকৃত খাবারের সঠিক অবস্থা অনুধাবন করতে তদন্ত করতে আসবেন। আমরা আরও আশা করছি যে
আপনি সংশ্লিষ্ট লোকদেরকে দিক নির্দেশনা দিবেন যাতে খাবারের মান উন্নত হয় এবং যাতে আমরা
নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়ালেখা চালিয়ে যেতে পারি।
আপনার
বিশ্বস্ত
হাবীব
হলের ছাত্ররা
এম
আলিয়া মাদরাসা, চাঁদপুর