অগ্রিম ছুটির আবেদন / তিন দিনের অগ্রিম ছুটি চেয়ে প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লিখ।
২০ এপ্রিল ২০২২
প্রধান শিক্ষক
এম আদর্শ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব,
আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে, আমি ২২ এপ্রিল থেকে ২৪
এপ্রিল পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। কেননা ২৩ এপ্রিল আমার বোনের বিবাহ উপলক্ষে
আমাকে নিজ গ্রামে যেতে হবে।
সুতরাং উপরোক্ত তিন দিন আমাকে ছুটি প্রদান করতে আপনার মর্জি
হয়।
নিবেদক
আপনার একান্ত বাধ্যানুগত ছাত্র
মাহা
অথবা,
২০ এপ্রিল ২০২২
প্রধান শিক্ষক
এম আলিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ অগ্রিম ছুটির আবেদন।
জনাব,
আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে, আমি ২২ এপ্রিল থেকে ২৪
এপ্রিল পর্যন্ত মাদরাসায় উপস্থিত থাকতে পারবো না। কেননা ২৩ এপ্রিল আমার বোনের বিবাহ
উপলক্ষে আমাকে নিজ গ্রামে যেতে হবে।
সুতরাং উপরোক্ত তিন দিন আমাকে ছুটি প্রদান করতে আপনার মর্জি
হয়।
নিবেদক
আপনার একান্ত বাধ্যানুগত ছাত্র
মাহা