সাহিত্য ক্লাব স্থাপনের জন্য আবেদন

সাহিত্য ক্লাব স্থাপনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

সাহিত্য ক্লাব স্থাপনের জন্য আবেদন


০২ এপ্রিল ২০২২

প্রধান শিক্ষক

এম আদর্শ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর

বিষয়ঃ সাহিত্য ক্লাব স্থাপনের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ একটি সাহিত্য ক্লাব স্থাপন করতে চাই কারণ এর অভাবে আমরা আমাদের মেধা বিকশিত করতে পারছি না। তদুপরি আপনি প্রায়ই আমাদের এ ব্যাপারে উৎসাহিত করেছেন। তাই আমরা একটি সাহিত্য ক্লাব স্থাপনে অত্যন্ত আগ্রহী। এই ক্লাব বিতর্ক, সেমিনার ও সাংস্কৃতিক কর্মকান্ড সংগঠিত করবে।

আশা করি আপনি আমাদের মহৎ পদক্ষেপকে উপলব্ধি করবেন এবং দয়া করে বিদ্যালয়ে একটি সাহিত্য ক্লাব স্থাপনের অনুমতি দিবেন।

বিনীত

আপনার বিশ্বস্ত

এম আদর্শ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর

 

 

অথবা,

 

 

 

০২ এপ্রিল ২০২২

প্রধান শিক্ষক

এম ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর

বিষয়ঃ সাহিত্য ক্লাব স্থাপনের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ একটি সাহিত্য ক্লাব স্থাপন করতে চাই কারণ এর অভাবে আমরা আমাদের মেধা বিকশিত করতে পারছি না। তদুপরি আপনি প্রায়ই আমাদের এ ব্যাপারে উৎসাহিত করেছেন। তাই আমরা একটি সাহিত্য ক্লাব স্থাপনে অত্যন্ত আগ্রহী। এই ক্লাব বিতর্ক, সেমিনার ও সাংস্কৃতিক কর্মকান্ড সংগঠিত করবে।

আশা করি আপনি আমাদের মহৎ পদক্ষেপকে উপলব্ধি করবেন এবং দয়া করে মাদরাসায় একটি সাহিত্য ক্লাব স্থাপনের অনুমতি দিবেন।

বিনীত

আপনার বিশ্বস্ত

এম ইসালামিয়া মাদরাসা, চাঁদপুর

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment