নবাগতদের সংবর্ধনা প্রদানের অনুমতি প্রার্থনা

নবাগতদের সংবর্ধনা প্রদানের অনুমতি ও এজন্য কিছু অর্থের বরাদ্দ চেয়ে অধ্যক্ষ বরাবর দরখাস্ত লিখ।

নবাগতদের সংবর্ধনা প্রদানের অনুমতি প্রার্থনা


০৫ জুন ২০২২

অধ্যক্ষ

এম আদর্শ কলেজ, চাঁদপুর

বিষয়ঃ কলেজে নবাগতদের সংবর্ধনা প্রদানের অনুমতি প্রার্থনা।

জনাব,

যথাবিহীত সম্মানপূর্বক আমি অত্র কলেজের ছাত্রদের পক্ষ থেকে নবাগতদের সংবর্ধনার জন্য একটি সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করতে চাই। আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা দর্শক-শ্রোতাদের অকৃষ্ট করতে একটি চমকপ্রদ অনুষ্টান উপহার দিতে পারবো। আমরা এতদউদ্দেশ্যে ফান্ড তৈরি করতে সক্ষম হয়েছি।

অতএব, আমি আশা করছি কলেজে নবাগতদের সংবর্ধনার্থে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি প্রদান করতে সদয় হবেন।

আপনার একান্ত বাধ্যানুগত

হাবীব

 

অথবা,

 

০৫ জুন ২০২২

অধ্যক্ষ

এম ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর

বিষয়ঃ মাদরাসায় নবাগতদের সংবর্ধনা প্রদানের অনুমতি প্রার্থনা।

জনাব,

যথাবিহীত সম্মানপূর্বক আমি অত্র মাদরাসার ছাত্রদের পক্ষ থেকে নবাগতদের সংবর্ধনার জন্য একটি সাংস্কৃতিক প্রদর্শনীর আয়োজন করতে চাই। আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা দর্শক-শ্রোতাদের অকৃষ্ট করতে একটি চমকপ্রদ অনুষ্টান উপহার দিতে পারবো। আমরা এতদউদ্দেশ্যে ফান্ড তৈরি করতে সক্ষম হয়েছি।

অতএব, আমি আশা করছি মাদরাসায় নবাগতদের সংবর্ধনার্থে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার অনুমতি প্রদান করতে সদয় হবেন।

আপনার একান্ত বাধ্যানুগত

হাবীব

إرسال تعليق