কম্পিউটার স্কুল স্থাপনের জন্য ঋণ চেয়ে আবেদন


কম্পিউটার স্কুল স্থাপনের জন্য ১,০০,০০০/= (এক লক্ষ টাকা) ঋণ চেয়ে ব্যাংকের ব্যবস্থাপক সমীপে একটি দরখাস্ত লেখ।

কম্পিউটার স্কুল স্থাপনের জন্য ঋণ চেয়ে আবেদন

০৮ মার্চ ২০২৩

ব্যবস্থাপক,

জনতা ব্যাংক কচুয়া শাখা, চাঁদপুর

বিষয়ঃ ১,০০,০০০/= (এক লক্ষ টাকা)’র জন্য ঋণের জন্য আবেদন।

প্রিয় মহোদয়,

আমি কচুয়া একটি কম্পিউটার স্কুল স্থাপন করতে চাই এবং সেজন্য আমার ১,০০,০০০/= (এক লক্ষ টাকা)’র ঋণের প্রয়োজন। আমি আপনার ব্যাংক সংলগ্ন আমার ‘মাহা ফ্যাশন’ নামক কাপড়ের দোকানটি প্রার্থিত ঋণের জামানত হিসাবে আপনার ব্যাংকের নিকট বন্ধক রাখতে পারি। আমি ঋণের টাকা লভ্যাংশহ দশটি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করবো। ঋণের টাকা উত্তোলন করার এক বছর পর থেকে ঋণ পরিশোধের কিস্তি প্রদান শুরু হবে।

এমতাবস্থায় আপনার সর্বাগ্র সুযোগে প্রার্থিত ঋণটি দয়া করে মঞ্জুর করিয়ে নেয়ার জন্য আমি সবিনয়ে আপনাকে অনুরোধ জ্ঞাপন করছি।


ধন্যবাদান্তে

আপনার বিশ্বস্ত

হাবীব গাজী

মাহা ফ্যাশন, কচুয়া

চাঁদপুর

Post a Comment