প্রশংসাপত্রের জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখ।
১৬ জুন ২০২২
অধ্যক্ষ
এম আদর্শ কলেজ, ঢাকা
বিষয়ঃ প্রশংসাপত্রের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, আমি আপনার
কলেজ থেকে এ বছর ডিগ্রী পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। এখন আমি বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার থেকে একটি প্রশংসাপত্রের প্রয়োজন।
সুতরাং জনাব সমীপে নিবেদন আমাকে প্রশংসাপত্র প্রদান করে জীবন
গড়তে সহায়তাদানে বাধিত করবেন।
নিবেদক
আপনার বাধ্যানুগত
হাবীব
অথবা,
১৬ জুন ২০২২
অধ্যক্ষ
দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ঢাকা
বিষয়ঃ প্রশংসাপত্রের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, আমি আপনার
মাদরাসা থেকে এ বছর ফাযিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। এখন আমি বিশ্ববিদ্যালয়ে
ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার থেকে একটি প্রশংসাপত্রের প্রয়োজন।
সুতরাং জনাব সমীপে নিবেদন আমাকে প্রশংসাপত্র প্রদান করে জীবন
গড়তে সহায়তাদানে বাধিত করবেন।
নিবেদক
আপনার বাধ্যানুগত
হাবীব