ইংরেজিতে সনদপত্র পাওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে একটি দরখাস্ত লেখ।
অক্টোবর ০৮, ২০২২
পরিক্ষা নিয়ন্ত্রক
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
বিষয়ঃ আলিমের সনদপত্র ইংরেজিতে পাওয়ার জন্য আবেদন।
জনাব,
আপনার সদয় দৃষ্টি কামনা করছি যে নিয়মানুসারে আমাদের সনদপত্র
বাংলায় সরবরাহ করা হয়। যার ফলে আমি আলিমের সনদপত্র বাংলায় পেয়েছি। এখানে উল্লেখ্য যে
আমি বিদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য মনস্থির করছি যার কারণে আমার আলিমের
সার্টিফিকেটগুলো ইংরেজিতে পাওয়া একান্ত জরুরী।
সুতরাং আমি সার্টিফিকেট ইংরেজিতে দেয়ার জন্য আপনার সদয় দৃষ্টি
প্রার্থনা করছি যাতে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো।
আপনার বিশ্বস্ত
হাবীব
অথবা,
অক্টোবর ০৮, ২০২২
পরিক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা
বিষয়ঃ এইসএসসি সনদপত্র ইংরেজিতে পাওয়ার জন্য আবেদন।
জনাব,
আপনার সদয় দৃষ্টি কামনা করছি যে নিয়মানুসারে আমাদের সনদপত্র
বাংলায় সরবরাহ করা হয়। যার ফলে আমি এইসএসসি সনদপত্র বাংলায় পেয়েছি। এখানে
উল্লেখ্য যে আমি বিদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য মনস্থির করছি যার কারণে
আমার এইসএসসি সার্টিফিকেটগুলো ইংরেজিতে পাওয়া একান্ত জরুরী।
সুতরাং আমি সার্টিফিকেট ইংরেজিতে দেয়ার জন্য আপনার সদয় দৃষ্টি
প্রার্থনা করছি যাতে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো।
আপনার বিশ্বস্ত
হাবীব