লাইব্রেরির জন্য অত্যাবশ্যকয়ী রেফারেন্স বই কেনার আবেদন

লাইব্রেরির জন্য কতগুলো অত্যাবশ্যকয়ী রেফারেন্স বই কেনার আবেদন জানিয়ে অধ্যক্ষ সমীপে একটি দরখাস্ত লেখ।    

লাইব্রেরির জন্য অত্যাবশ্যকয়ী রেফারেন্স বই কেনার আবেদন


০২ মার্চ ২০২৩

অধ্যক্ষ

‘এম’ সরাকারী কলেজ, চাঁদপুর

বিষয়ঃ লাইব্রেরির জন্য অত্যাবশ্যকয়ী রেফারেন্স বই কেনার আবেদন।

জনাব,

আমাদের কলেজ লাইব্রেরি দুর্লভ ও মূল্যবান বইয়ে সমৃদ্ধ থাকায় আমরা গর্বিত। কিন্তু বর্তমানে কিছু প্রয়োজনীয় বইয়ের অভাব দেখা দিয়েছে। সেসব বই প্রয়োজন তা হলো – Oxford Companion to English Literature, Encyclopedia of Britannica এবং কিছুসংখ্যক রেফারেন্স ও অনুশীলন বই যেমন – Intermediate English Grammar by Ramond Murphy এবং Advanced Learner’s Dictionary by Hornby এর কয়েকটি কপি।

অতএব, আপনি দয়াপরবশ হয়ে এ ব্যাপারে দৃষ্টি দিবেন এবং বইগুলো ক্রয় করার জন্য শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার বিশ্বস্ত

হাবীব

২য় বর্ষ ডিগ্রী শ্রেণির ছাত্র-ছাত্রীদের পক্ষে

 

 

অথবা,


 

০২ মার্চ ২০২৩

অধ্যক্ষ

‘এম’ ইসলামিয়া মাদরাসা

চাঁদপুর

বিষয়ঃ লাইব্রেরির জন্য অত্যাবশ্যকয়ী রেফারেন্স বই কেনার আবেদন।

মহোদয়,

আমাদের মাদরাসা লাইব্রেরি দুর্লভ ও মূল্যবান বইয়ে সমৃদ্ধ থাকায় আমরা গর্বিত। কিন্তু বর্তমানে কিছু প্রয়োজনীয় বইয়ের অভাব দেখা দিয়েছে। সেসব বই প্রয়োজন তা হলো – Oxford Companion to English Literature, Encyclopedia of Britannica এবং কিছুসংখ্যক রেফারেন্স ও অনুশীলন বই যেমন – Intermediate English Grammar by Ramond Murphy এবং Advanced Learner’s Dictionary by Hornby এর কয়েকটি কপি।

অতএব, আপনি দয়াপরবশ হয়ে এ ব্যাপারে দৃষ্টি দিবেন এবং বইগুলো ক্রয় করার জন্য শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার বিশ্বস্ত

হাবীব

২য় বর্ষ ফাযিল শ্রেণির ছাত্র-ছাত্রীদের পক্ষে

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment