স্কুল / মাদরাসা হোস্টেলে সিট চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখ।
০২
মার্চ ২০২৩
প্রধান
শিক্ষক
এম
উচ্চ বিদ্যালয়, ঢাকা
বিষয়ঃ বিদ্যালয়ে হোস্টেল সিটের জন্য আবেদন।
জনাব,
সবিনয়
নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আমার বিদ্যালয় হোস্টেলে একটি সিট
খুবই প্রয়োজন। কারণ আমার পিতা একজন সরকারী কর্মচারী, অতীসম্প্রতি ঢাকা হতে চাঁদপুর
বদলী হয়েছেন। আমাদের পরিবার চলতি মাসের ১৫ তারিখে চাঁদপুর চলে যাবে। এখানে আমার অন্য
কোথাও থাকার জায়গা নেই।
আমার
উক্ত অবস্থায় আপনার নিকট আবেদন এই যে আমাকে এই মাসের ১৫ তারিখের পূর্বে বিদ্যালয় হোস্টেলে
একটি সিট প্রদান করে বাধিত করবেন।
বিনীত
আপনার
বিশ্বস্ত
হাবীব
দশম
শ্রেণি, রোল নং – ১
অথবা,
০২
মার্চ ২০২৩
প্রধান
শিক্ষক
এম
ইসালামিয়া মাদরাসা, ঢাকা
বিষয়ঃ
মাদরাসা হোস্টেল সিটের জন্য আবেদন।
জনাব,
সবিনয়
নিবেদন এই যে, আমি আপনার মাদরাসার দশম শ্রেণির ছাত্র। আমার মাদরাসা হোস্টেলে একটি সিট
খুবই প্রয়োজন। কারণ আমার পিতা একজন সরকারী কর্মচারী, অতীসম্প্রতি ঢাকা হতে চাঁদপুর
বদলী হয়েছেন। আমাদের পরিবার চলতি মাসের ১৫ তারিখে চাঁদপুর চলে যাবে। এখানে আমার অন্য
কোথাও থাকার জায়গা নেই।
আমার
উক্ত অবস্থায় আপনার নিকট আবেদন এই যে আমাকে এই মাসের ১৫ তারিখের পূর্বে মাদরাসা হোস্টেলে
একটি সিট প্রদান করে বাধিত করবেন।
বিনীত
আপনার
বিশ্বস্ত
হাবীব
দশম শ্রেণি, রোল নং – ১