বন্যা দুর্গতদের জন্য মাদরাসা প্রাঙ্গণে একটি ত্রাণ শিবির খোলার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত লিখ।
৫ জুলাই ২০২২
প্রধান শিক্ষক
এম আদর্শ উচ্চ বিদ্যালয়, চাঁদপুর
বিষয়ঃ একটি ত্রাণ শিবির খোলার অনুমতির আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক আমরা আপনার বিদ্যালয়ের ছাত্র, নিবেদন করছি
যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ‘রিলিফ ক্যাম্প’ এর অভাব আমরা অনুভব করছি। যেখানে আমাদের এলাকার
বিশাল সংখ্যক বন্যা দুর্গত আশ্রয় নিতে পারতো। সম্প্রতি আমাদের এলাকার লোকজন আশ্রয়,
খাদ্য ও পানীয় জলের অভাবের মতো নানা সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছে। আমরা নিশ্চিত যে, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ সল্প সময়ের জন্য তাদের দৈনন্দিন কষ্ট লাঘব করতে পারে।
সুতরাং আমরা আবেদন করছি, বিদ্যালয় প্রাঙ্গণে বন্যা দুর্গতদের জন্য
একটি ‘ত্রাণ শিবির’ খোলার অনুমতি প্রদানে সদয় হবেন।
নিবেদন
আপনার বাধ্যানুগত
হাবীব
অথবা,
৫ জুলাই ২০২২
প্রধান শিক্ষক
এম আলিয়া মাদরাসা, ঢাকা
বিষয়ঃ একটি ত্রাণ শিবির খোলার অনুমতির আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক আমরা আপনার মাদরাসার ছাত্র, নিবেদন করছি
যে মাদরাসা প্রাঙ্গণে একটি ‘রিলিফ ক্যাম্প’ এর অভাব আমরা অনুভব করছি। যেখানে আমাদের
এলাকার বিশাল সংখ্যক বন্যা দুর্গত আশ্রয় নিতে পারতো। সম্প্রতি আমাদের এলাকার লোকজন
আশ্রয়, খাদ্য ও পানীয় জলের অভাবের মতো নানা সমস্যায় দুর্ভোগ পোহাচ্ছে। আমরা নিশ্চিত
যে, আমাদের মাদরাসা প্রাঙ্গণ সল্প সময়ের জন্য তাদের দৈনন্দিন কষ্ট লাঘব করতে পারে।
সুতরাং আমরা আবেদন করছি, মাদরাসা প্রাঙ্গণে বন্যা দুর্গতদের
জন্য একটি ‘ত্রাণ শিবির’ খোলার অনুমতি প্রদানে সদয় হবেন।
নিবেদন
আপনার বাধ্যানুগত
হাবীব