একটি ইংরেজি ভাষা ক্লাব প্রতিষ্ঠার আবেদনপত্র

একটি ইংরেজি ভাষা ক্লাব প্রতিষ্ঠার জন্য তোমার মাদরাসা অধ্যক্ষ বরাবর দরখাস্ত লেখ।

একটি ইংরেজি ভাষা ক্লাব প্রতিষ্ঠার আবেদন পত্র

১২ জুন ২০২৩

অধ্যক্ষ

এম ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর

বিষয়ঃ একটি ইংরেজি ভাষা ক্লাব প্রতিষ্ঠার আবেদন পত্র।

জনাব,

যথাবিহীত সম্মানপূর্বক, আমি ফাযিল শ্রেণির ছাত্রদের পক্ষে আবেদন করছি যে, আমরা ইংরেজিতে উচ্চমানের অবস্থানে নই, আমাদের ইংরেজি শিক্ষকের গৃহীত ক্লাস থেকে আমরা যে ইংরেজি জ্ঞান অর্জন করেছি তা দিয়ে আসন্ন পেশাগত জীবনে অংশগ্রহণ অসম্ভব। এমতাবস্থায় আমরা ইংরেজির গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে ব্যর্থ হয়েছি। অধিকিন্তু আমাদের ইংরেজি ভাষায় দক্ষতা একেবারে সীমিত। আপনি আন্তরিক হলে এ সমস্যা সহজেই সমাধান করতে সক্ষম হবেন।

সুতরাং আমি প্রার্থনা করছি ইংরেজি ভাষায় আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে একটি ইংরেজি ভাষা ক্লাব প্রতিষ্ঠা করতে সদয় মর্জিবান হবেন।

আপনার বিশ্বস্ত

হাবীব

ফাযিল ক্লাসের শিক্ষার্থীদের পক্ষে

এম ইসলামিয়া মাদরাসা, চাঁদপুর

 

অথবা,

 

১২ জুন ২০২৩

অধ্যক্ষ

‘এম’ সরকারী কলেজ, চাঁদপুর

বিষয়ঃ একটি ইংরেজি ভাষা ক্লাব প্রতিষ্ঠার আবেদন পত্র।

জনাব,

যথাবিহীত সম্মানপূর্বক, আমি ডিগ্রী শ্রেণির ছাত্রদের পক্ষে আবেদন করছি যে, আমরা ইংরেজিতে উচ্চমানের অবস্থানে নই, আমাদের ইংরেজি শিক্ষকের গৃহীত ক্লাস থেকে আমরা যে ইংরেজি জ্ঞান অর্জন করেছি তা দিয়ে আসন্ন পেশাগত জীবনে অংশগ্রহণ অসম্ভব। এমতাবস্থায় আমরা ইংরেজির গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে ব্যর্থ হয়েছি। অধিকিন্তু আমাদের ইংরেজি ভাষায় দক্ষতা একেবারে সীমিত। আপনি আন্তরিক হলে এ সমস্যা সহজেই সমাধান করতে সক্ষম হবেন।

সুতরাং আমি প্রার্থনা করছি ইংরেজি ভাষায় আমাদের দুর্বলতা কাটিয়ে উঠতে একটি ইংরেজি ভাষা ক্লাব প্রতিষ্ঠা করতে সদয় মর্জিবান হবেন।

আপনার বিশ্বস্ত

হাবীব

ডিগ্রী ক্লাসের শিক্ষার্থীদের পক্ষে

‘এম’ সরকারী কলেজ, চাঁদপুর

Post a Comment