বিতর্ক প্রতিযোগিতার ক্লাব স্থাপনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লেখ।
০৩
আগস্ট ২০২৩
প্রধান
শিক্ষক
এম
উচ্চ বিদ্যালয়, চাঁদপুর
বিষয়ঃ
বিতর্ক ক্লাব গঠনের অনুমতি প্রার্থনা প্রসঙ্গে।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ এই বিদ্যালয়ে একটি বিতর্ক ক্লাবের
অভাবে খুবই সমস্যার মধ্যে রয়েছি। নিয়মিত ক্লাসের পর আমরা বিরক্তবোধ করি। এখন আমরা গল্পগুজব
করে আমাদের সময় অতিবাহিত করি। আমাদের জন্য একটা বিতর্ক ক্লাব খুবই প্রয়োজনীয় যেখানে
আমাদের শিক্ষকদের পরিচালনায় আমরা বিতর্ক চর্চা করতে পারি। একই সাথে আমরা যেন বিতর্ক
প্রতিযোগিতায় আয়োজনও করতে পারি।
অতএব,
আপনার নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক যথাশীঘ্র সম্ভব আমাদের বিদ্যালয়ে একটি বিতর্ক ক্লাব
গঠন করে বাধিত করবেন।
আপনার
একান্ত অনুগত
এম
উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ
চাঁদপুর
অথবা,
০৩
আগস্ট ২০২৩
প্রধান
শিক্ষক
এম
ইসালামিয়া মাদরাসা, চাঁদপুর
বিষয়ঃ
বিতর্ক ক্লাব গঠনের অনুমতি প্রার্থনা প্রসঙ্গে।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, আমরা আপনার মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ এই মাদরাসায় একটি বিতর্ক ক্লাবের
অভাবে খুবই সমস্যার মধ্যে রয়েছি। নিয়মিত ক্লাসের পর আমরা বিরক্তবোধ করি। এখন আমরা গল্পগুজব
করে আমাদের সময় অতিবাহিত করি। আমাদের জন্য একটা বিতর্ক ক্লাব খুবই প্রয়োজনীয় যেখানে
আমাদের শিক্ষকদের পরিচালনায় আমরা বিতর্ক চর্চা করতে পারি। একই সাথে আমরা যেন বিতর্ক
প্রতিযোগিতায় আয়োজনও করতে পারি।
অতএব,
আপনার নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক যথাশীঘ্র সম্ভব আমাদের মাদরাসায় একটি বিতর্ক ক্লাব
গঠন করে বাধিত করবেন।
আপনার
একান্ত অনুগত
এম
ইসালামিয়া মাদরাসার ছাত্র-ছাত্রীবৃন্দ
চাঁদপুর