একটি ‘বদলি সনদপত্রের’ জন্য আবেদন জানিয়ে তোমার অধ্যক্ষ নিকট দরখাস্ত লেখ।
১৫
মার্চ ২০২৩
প্রধান শিক্ষক
‘এম’
উচ্চ বিদ্যালয়, ঢাকা
বিষয়ঃ
বদলির সনদপত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, আমার বাবা একজন সরকারী কর্মকর্তা যিনি ঢাকা থেকে চাঁদপুর বদলি হয়ে গেছেন।
শিঘ্রই আমাদের পরিবার চাঁদপুর চলে যাবে। এখানে আমার কোনো আত্মীয়-স্বজন নেই যাদের সাথে
থাকতে পারি। তাই আমার একটি বদলির সনদপত্র প্রয়োজন।
অতএব, আমাকে একটি সনদপত্র দিতে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি।
বিনীত
নিবেদক
আপনার
একান্ত অনুগত ছাত্র
হাবীব
১০ম
শ্রেণি, রোল নং – ০১
অথবা,
১৫
মার্চ ২০২৩
প্রধান শিক্ষক
‘এম’ ইসলামিয়া মাদরাসা, ঢাকা
বিষয়ঃ
বদলির সনদপত্রের জন্য আবেদন।
জনাব,
বিনীত
নিবেদন এই যে, আমার বাবা একজন সরকারী কর্মকর্তা যিনি ঢাকা থেকে চাঁদপুর বদলি হয়ে গেছেন।
শিঘ্রই আমাদের পরিবার চাঁদপুর চলে যাবে। এখানে আমার কোনো আত্মীয়-স্বজন নেই যাদের সাথে
থাকতে পারি। তাই আমার একটি বদলির সনদপত্র প্রয়োজন।
অতএব, আমাকে একটি সনদপত্র দিতে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি।
বিনীত
নিবেদক
আপনার
একান্ত অনুগত ছাত্র
হাবীব
১০ম শ্রেণি, রোল নং – ০১