Affirmative বাক্যকে Negative বাক্যে পরিবর্তন করার নিয়ম

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Transformation of Sentence’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে কীভাবে Affirmative বাক্য থেকে Negative বাক্যে পরিবর্তন করা যায়” তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Affirmative বাক্যকে Negative বাক্যে পরিবর্তন করার নিয়ম

আজকের বিষয় শুরু করার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ Transformation of Sentence এ ব্যবহৃত বিপরীতার্থক শব্দের তালিকা নিয়ে আলোচনা করবো। যেগুলো সম্পর্কে আপনাদের সাম্যক ধারণা রাখা জরুরী। নিম্নে তা দেওয়া হলো –

শব্দ

বিপরীত শব্দ

Love

Hate

Like

Dislike

Moral

Immoral

Mortal

Immortal

Obey

Disobey

Ordinary

Extraordinary

Obedient

Disobedient

Gentle

Rude

Honorary

Salaried

Queer

Orderly

Famous

Obscure

Tall

Short

Honour

Dishonour

Holy

Evil

Happy

Unhappy

Honesty

Dishonesty

Healthy

Unhealthy

Hard

Easy

Active

Inactive

Always

Never

Capable

In-efficient

Admit

Deny

Agree

Disagree

Pain

Joy

Pleasant

Unpleasant

Present

Absent

Possible

Impossible

Punctual

Late

Complete

Incomplete

Lawful

Unfair

 

Wrong

 

Illegal

Maximum

Minimum

Good

Bad

Wise

Unwise

Willing

Unwilling

Rich

Poor

Ready

Unready

Grateful

Ungrateful

Remember

Forget

Right

Wrong

Real

Unreal

 

Affirmative থেকে Negative এ রূপান্তর –


Rule 1: Universal truth (চিরন্তন সত্য) এই জাতীয় বাক্য কে পরিবর্তন করার সময় অর্থের দিক দিয়ে সামঞ্জস্য রাখতে হয় (অর্থের বিকৃতি হলে তা ভূল বলে গণ্য হবে)। তাই প্রয়োজন অনুযায়ী বাক্যের মধ্যে শব্দ পরিবর্তন করে Affirmative থেকে Negative করতে হয়। যেমন –

Affirmative: Man is mortal.

Negative: Man is not immortal.

Affirmative: Maha loves me.

Negative: Maha does not hate me.


Rule 2: Only বা Alone যুক্ত Affirmative sentence কে ‘None but’ প্রথমে বসিয়ে Negative sentence এ রূপান্তর করতে হয়। যেমন –

Affirmative: Only the brave deserve the fair.

Negative: None but the brave deserve the fair.

Affirmative: Only Allah can help us.

Negative: None but Allah can help us.

Affirmative: Allah alone can help us.

Negative: None but Allah can help us.

নোটঃ Only এর দ্বারা যদি বয়স বা সংখ্যাবাচক বুঝায় তাহলে Only এর পরিবর্তে ‘No more than / not less than’ বসে এবং যদি বস্তুবাচক বুঝায় তাহলে Only এর পরিবর্তে ‘nothing but’ বসে।


Rule 3: বাক্যের প্রথমে Every থাকলে ‘There is no ….. But’ দিয়ে Negative এ রূপান্তর করতে হয়। যেমন –

Affirmative: Every mother loves her child.

Negative: There is no mother but loves her child.

Affirmative: Every man wishes to be happy.

Negative: There is no man but wishes to be happy.


Rule 4: Must যুক্ত Affirmative sentence কে Negative sentence এ রূপান্তর করার সময় Must এর পরিবর্তে ‘cannot but / cannot help’ বসাতে হয়। যেমন –

Affirmative: I must do it.

Negative: I cannot but do it.

Or, I cannot help doing it.

নোটঃ ‘Cannot help’ বাক্যে ব্যবহৃত হলে তাহলে verb এর সাথে ‘ing’ যোগ করতে হয়।

 

Rule 5: Always ও Ever যুক্ত Affirmative sentence কে Negative sentence এ রূপান্তর করার সময় ‘never’ বসে এবং Affirmative শব্দটির বিপরীত শব্দ বসে। যেমন –

Affirmative: I shall always remember you.

Negative: I shall never forget you.

উদাহরণ বিশ্লেষণঃ প্রথম বাক্যে ‘always’ থাকায় Negative এ রূপান্তর করার সময় এর পরিবর্তে ‘never’ বসেছে এবং প্রথম বাক্যে Affirmative শব্দ ‘remember’ এর বিপরীত শব্দ ‘forget’ বসেছে। বাকি অংশ অপরিবর্তিত বসে।

Affirmative: Maha always speaks the truth.

Negative: Maha never tells a lie.


Rule 6: As soon as যুক্ত Affirmative sentence কে ‘No sooner had … than’ দিয়ে Negative এ রূপান্তর করতে হয়। যেমন –

Affirmative: As soon as he arrived we welcomed him.

Negative: No sooner had he arrived than we welcomed him.


Rule 7: Superlative degree যুক্ত Affirmative sentence কে Negative sentence করার সময় বাক্যের শুরুতে ‘No other’ বসে। যেমন –

Affirmative: Dhaka is the largest city in Bangladesh.

Negative: No other city in Bangladesh is as large as Dhaka.

Affirmative: Maha is the wisest woman in the village.

Negative: No other woman in the village is as wise as Maha.


Rule 8: Too …. To যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে ‘so….that’ দ্বারা পরিবর্তন করতে হয় এবং Tense অনুযায়ী “can not / could not” বসে। যেমন –

Affirmative: He is too weak to walk.

Negative: He is so weak that he cannot walk.


Rule 9: As….as যুক্ত Affirmative sentence কে ‘not less … than’ দ্বারা Negative করা হয়। যেমন –

Affirmative: The man is as ferocious as a lion.

Negative: The man is not less ferocious than a lion.


Rule 10: Everybody / Everyone যুক্ত Affirmative sentence কে “Nobody/ no one/ none” দ্বারা Negative করতে হয়। যেমন –

Affirmative: Everybody should admit the truth.

Negative: Nobody should deny the truth.

Affirmative: Everyone hates a liar.

Negative: Nobody loves a liar.

  

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment