প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘ Transformation from Negative to Affirmative ’ নিয়ে...
প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন।
আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Transformation from Negative to Affirmative’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে কীভাবে Assertive বাক্য থেকে
Interrogative বাক্যে পরিবর্তন করা যায়” তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা
করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।
Assertive থেকে Interrogative এ রূপান্তর
–
Rule 1: বাক্যের মধ্যে Auxiliary verb থাকলে
Interrogative করার সময় Subject এর পূর্বে Auxiliary verb বসে এবং তার সাথে Not যোগ
করতে হয় এবং তা সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। যেমন –
Assertive: Maha is writing a letter?
Interrogative: Isn’t Maha writing a
letter?
Or, Subject এর পরে Not লিখে বাক্য গঠন করা
যায় –
Interrogative: Is Maha not writing a
letter?
Auxiliary verb এর সংক্ষিপ্ত রূপ –
AV + Not |
Short form |
Am
not |
ain’t / amn’t |
Is not |
Isn’t |
Are
not |
Aren’t |
Was not |
Wasn’t |
Were
not |
Weren’t |
Have not |
Haven’t |
Has
not |
Hasn’t |
Had not |
Hadn’t |
Shall
not |
Shan’t |
Will not |
Won’t |
Can
not |
Can’t |
Should not |
Shouldn’t |
Could
not |
Couldn’t |
Must not |
Mustn’t |
Might
not |
Mightn’t |
Need not |
Needn’t |
Do
not |
Don’t |
Does not |
Doesn’t |
Did
not |
Didn’t |
Rule 2: বাক্যটি Negative হলে
Interrogative করার সময় Affirmative হবে এবং Auxiliary verb বা সাহায্যকারী ক্রিয়া
Subject এর পূর্বে বসে। যেমন –
Assertive: You will not read a book.
Interrogative: Will you read a book?
Rule 3: বাক্যে Main verb থাকলে
Interrogative করার সময় Subject এর পূর্বে Do / Does / Did বসে এবং এদের সাথে Not যোগ
করে সংক্ষিপ্ত আকারে বসাতে হয়। যেমন –
Assertive: You play football.
Interrogative: Don’t you play football?
Assertive: He eats rice.
Interrogative: Doesn’t he eat rice?
Assertive: He went to the market.
Interrogative: Didn’t he go to
market?
নোটঃ
👉 বাক্যটি Present Tense হলে Do / Does বসে।
👉 Subject যদি 1st, 2nd
Person Singular ও Plural Number এবং 3rd Person Plural Number (I, We,
You, They) হয় তাহলে এর ক্ষেত্রে Do বসে এবং Subject যদি 3rd Person Singular
Number (He, She, It) হয় তাহলে এর ক্ষেত্রে Does বসে।
👉 বাক্যটি Past Tense হলে Did বসে।
👉 Do / Does / Did এর পরে Not যোগ করে
Interrogative এ রূপান্তর করতে হবে। এদের Negative এর সংক্ষিপ্ত রূপ যথাক্রমে
Don’t, Doesn’t, Didn’t
Rule 4: Assertive sentence এ Do not /
Does not / Did not থাকলে Interrogative করার সময় not বাদ দিয়ে Subject এর পূর্বে
Do / Does / Did বসে। যেমন –
Assertive: He does not write a letter.
Interrogative: Does he write a letter?
Rule 5: No, None, Nothing ইত্যাদি যুক্ত
বাক্য কে Interrogative করার সময় No ও None এর পরিবর্তে Any one এবং Nothing এর পরিবর্তে
Anything বসাতে হয়। যেমন –
Assertive: None can help us.
Interrogative: Can anyone help us?
Assertive: No one has everything.
Interrogative: Has anyone everything?
Assertive: I know nothing about it.
Interrogative: Do I know anything about
it?
Rule 6: বাক্যে Nobody / No one / None প্রভৃতি
শব্দ থাকলে Interrogative করার সময় এই সকল শব্দের পরিবর্তে Who বসে এবং বাকী অংশ অপরিবর্তীত
থাকে। যেমন –
Assertive: Nobody trusts a liar.
Interrogative: Who trusts a liar?
Assertive: None can live alone.
Interrogative: Who can live alone?
Assertive: No one can regain the lost
time.
Interrogative: Who can regain the lost
time?
Rule 7: Assertive এ everyone /
everybody থাকলে Interrogative করার সময় প্রথমে Who বসে এবং Who এর পরে Tense অনুযায়ী
Don’t / Doesn’t / Didn’t বসে। যেমন –
Assertive: Everyone likes flowers.
Interrogative: Who doesn’t like
flowers?
Assertive: Everybody hates a liar.
Interrogative: Who doesn’t hate a liar?
আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।
COMMENTS