Exclamatory বাক্যকে Assertive বাক্যে পরিবর্তন করার নিয়ম

প্রিয় শিক্ষার্থীবন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ব্লগে ‘Transformation from Assertive to Exclamatory’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ব্লগে কীভাবে Exclamatory বাক্য থেকে Assertive বাক্যে পরিবর্তন করা যায়” তা নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


Exclamatory বাক্যকে Assertive বাক্যে পরিবর্তন করার নিয়ম

Exclamatory থেকে Assertive এ রূপান্তর –


Rule 1: How / What যুক্ত Exclamatory Sentence কে Assertive Sentence এ করার সময় –

How / What শব্দগুলো উঠে যায় + প্রথমে Subject বসে + Verb বসে + বাক্যে How থাকলে verb এর পরে very এবং What থাকলে very / great এর পূর্বে ‘a/an’ বসে + Adjective বসে + আশ্চর্যবোধক চিহ্নের (!) এর পরিবর্তে Full stop (.) বসে। যেমন –

Exclamatory: How sweet her song is!

Assertive: Her song is very sweet.

Exclamatory: What a big river the Padma is!

Assertive: The Padma is a very big river.

Exclamatory: What wonderful the scenery is!

Assertive: The scenery is very wonderful.


Rule 2: Interjection যুক্ত Exclamatory sentence কে Assertive করার সময় Interjection শব্দগুলো যথাক্রমে Hurrah / Bravo এর পরিবর্তে ‘It is a matter of joy / rejoice that এবং Alas এর পরিবর্তে ‘It is a matter of sorrow / regret that’ এবং fie এর পরিবর্তে ‘It is a matter of shame that’ ইত্যাদি বসে। আশ্চর্যবোধক চিহ্ন (!) উঠে যায় এবং বাক্যের বাকি অংশ বসে। যেমন –

Exclamatory: Hurrah! We have won the game.

Assertive: It is a matter of joy that we have won the game.

Exclamatory: Alas! My uncle is no more.

Assertive: It is a matter of sorrow that my uncle is no more.

Exclamatory: Fie! You are a liar.

Assertive: It is a matter of shame that you are a liar.

 

Rule 3: if / had / would that দ্বারা Exclamatory sentence শুরু হলে Assertive করার সময় if / would that এর পরিবর্তে Subject + Wish + Subject + Had / were / could বসে + বাকি অংশ বসে + Full stop (.) বসে। যেমন –

Exclamatory: Had I the wings of a bird!

Assertive: I wish I had the wings of a bird.

Exclamatory: If I were a president!

Assertive: I wish I were a president.


আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment