Countable Nouns এবং Uncountable Nouns এর প্রকৃতিগত পার্থক্য

প্রিয় ভিউয়ারস, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে ‘Countable Noun এবং Uncountable Noun এর প্রকৃতিগত পার্থক্য” নিয়ে বিস্তারিত আলোচনা শেয়ার করবো। আশা করি আপনারা উপকৃত হবেন। তাহলে শুরু করা যাক।


 

Difference between Countable Nouns and Uncountable Nouns

Countable Noun

Uncountable Noun

Countable Noun, Singular Number এবং Plural Number হতে পারে।

উদাহরণঃ Man (Singular Number), Men (Plural Number)

Uncountable Noun শুধু Singular Number হতে পারে।

উদাহরণঃ Education

বাক্যের সাথে Singular এবং Plural Verb উভয়ই বসে। এটা Singular বা Plural Verb কিনা সেই অনুসারে পরিবর্তিত হয়।

উদাহরণঃ

The boy is reading (Singular Verb)

The boys are reading (Plural Verb)

বাক্যের সাথে শুধু Singular Verb ব্যবহৃত হয়।

উদাহরণঃ Education is important for every man.

এটা Singular হলে এর পূর্বে a, an এবং One ব্যবহৃত হয়।

উদাহরণঃ It is a mobile, It is an apple, There is one mobile on the table.

এটা Singular হলে এর পূর্বে a, an এবং One ব্যবহৃত হয় না।

 

এটা Plural হলে এর পূর্বে Many বা Few ব্যবহৃত হয়।

উদাহরণঃ He has many / few books.

এটা Plural হলে এর পূর্বে Much বা Little ইত্যাদি পরিমাণবাচক Modifier ব্যবহৃত হয়।

উদাহরণঃ He has much / little bread.

 

এটা Plural হলে এর পূর্বে  a number of ব্যবহৃত হয়।

উদাহরণঃ Maha has a number of books.

এটা Plural হলে এর পূর্বে  amount of ব্যবহৃত হয়।

উদাহরণঃ Sumaiya has an amount of chocolate.

Countable হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু Noun: Man, Student, Tiger, Mouse, Ant, Cactus, Tree, Fly, Bone, Nose, Door, Umbrella, Foot, Gram, Pound, Family, City ইত্যাদি।

Uncountable হিসেবে ব্যবহৃত হয় এমন কিছু Noun: Cake, Chocolate, Butter, Copper, Iron, Wood, Darkness, Brightness, Coffee, Oil, Milk, Air, Oxygen, Sugar, Rice, Bangla, English, Urdu, Hindi ইত্যাদি।

 

আশা করি আপনি পুরো পোষ্টটি যত্ন সহকারে পড়েছেন এবং উপকৃত হয়েছেন। আর এটাই আমার সার্থকতা। আর এই পোষ্টটে যদি কোন ভুল দৃষ্টগোচর হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোষ্টটি যদি ভালো লাগে তাহলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ আর নয়, কথা হবে অন্য কোন দিন এবং নতুন কোন ব্লগে। ঐ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেয।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment