A friend in need is a friend indeed
(বিপদেই বন্ধুর পরিচয়)
A Friend in Need is a Friend Indeed: Man needs friends to exchange his views
and thoughts, hopes, and desires. So he meets others. But the persons with whom
he develops intimacy and shares feelings are not always real friends. When
he has wealth and power, many people gather around him to praise and flatter him.
They are quite anxious for pleasing him. They do all these things with the motive
of satisfying their self-interest. Man also thinks them to be real friends and
helps them. But whenever these days of prosperity are gone and he is in
trouble, they desert him altogether. These fair-weather friends leave him
alone. They no more stand by him in his evil days. They cannot be true friends,
because a true friend is one who is with him through thick and thin and becomes
helpful in need. The test of real friends comes only in misfortune.
বাংলা অনুবাদঃ মানুষের চিন্তাভাবনা, আশা-আকাঙ্ক্ষাকে
বিনিময় করার জন্য বন্ধু প্রয়োজন। তাই সে অন্যের সাথে মিলিত হয়। কিন্তু যাদের সাথে আন্তরিকতা
গড়ে ওঠে এবং ভাবের আদানপ্রদান হয় তারা সর্বদা প্রকৃত বন্ধু হয় না। যখন কারো সম্পদ ও
ক্ষমতা থাকে তখন অনেক লোকেই তার প্রশংসা ও তোষামোদ করে থাকে। তাকে খুশি করার জন্য তখন
তারা উদ্বিগ্ন থাকে। নিজ স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা এসব করে থাকে। তারা কিন্তু
তোষামোদকারীদের প্রকৃত বন্ধুই ভাবে এবং সাহায্য করে। কিন্তু যখনই উন্নতির দিন চলে যায়,
তারা সমস্যায় পড়ে, তখন সকলেই তাকে একা রেখে চলে যায়। দুঃসময়ে কেউই তার পাশে দাঁড়ায়
না। তারা সত্যিকারের বন্ধুও হতে পারে না, কারণ সত্যিকারের বন্ধু সে-ই যে সুখে-দুঃখে
পাশে দাঁড়ায় এবং প্রয়োজনে সাহায্য করে। দুঃসময়েই সত্যিকারের বন্ধুর পরিচয় পাওয়া যায়।