Amplification On A Little Learning is a Dangerous Thing

A Little Learning is a Dangerous Thing: The central meaning of the famous proverb is that it is only a man of poor knowledge that boasts of his

 A Little Learning is a Dangerous Thing (অল্প বিদ্যা ভয়ংকরী)

A Little Learning is a Dangerous Thing, অল্প বিদ্যা ভয়ংকরী

A Little Learning is a Dangerous Thing: The central meaning of the famous proverb is that it is only a man of poor knowledge that boasts of his learning and its result is harmful. It is said of Newton that shortly before his death he remarked that he was like a child gathering pebbles on the seashore, while the vast ocean of truth lay unexplored before him. And this is from the mouth of one of the greatest scientists of all time. But it is just like what a really learned man feels. In fact, the more his knowledge increases, the more does he feel how little this knowledge is in comparison with what remains to be known? Only a man of little learning boasts of his knowledge. The harm that this does is incalculable. We all know what great harm a quack does to his patient. His treatment generally results in making the case worse if not in death. A half-trained electrician or mechanic may cause great damage to the machines he handles and may even lose his own life. Naturally, their knowledge is limited, but they think that they know enough. So, the result is severe.


বাংলা অনুবাদঃ প্রবচনটির অন্তর্নিহিত তাৎপর্য এই যে, অল্প জানা লোকেরাই জ্ঞানের বড়াই করে এবং এর পরিণাম হয় ভয়াবহ। বিজ্ঞানী নিউটন মৃত্যুর কিছুদিন পূর্বে বলেছিলেন যে, তিনি শিশুর মতো সমুদ্রের কিনারের শুধু নুড়িপাথরই কুড়িয়েছেন, সত্যের বিশাল সমুদ্রের কিছুই জানতে পারেননি। অথচ এটাই সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানীর কথা। কিন্তু এটাই হচ্ছে ঠিক তেমন যেমনটা একজন শিক্ষিত লোক অনুভব করেন। আসলে, যতই তার জ্ঞান বাড়ে, ততই তার মনে হয় না জানা জ্ঞানের তুলনায় তার জ্ঞান যত অপ্রতুল। একমাত্র অল্পজ্ঞানী লোকেরাই জ্ঞানের বড়াই করে। এর ক্ষতি অপূরণীয়। সকলেই জানি, একজন হাতুড়ে ডাক্তার তার রোগীর কি ক্ষতিই না করে থাকে। তার চিকিৎসা সাধারণত রোগীকে মৃত্যুর মুখে না হলেও আরও দুরবস্থায় ঠেলে দেয়। তেমনি অর্থ-শিক্ষিত মেরামতকারী বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বা যন্ত্রপাতি চালাতে গিয়ে বিরাট ক্ষতির কারণ ঘটাতে পারে, এমনকি তার নিজের মৃত্যুই ডেকে নিয়ে আসতে পারে। স্বভাবতই তাদের জ্ঞান অত্যন্ত সীমিত, কিন্তু তারা নিজেদের মনে করে অনেক জ্ঞানী। তাই পরিণাম হয় ভয়াবহ।

About the author

AHSHAN HABIB
Hello! I am Ahshan Habib. Blogging is My Hobby and I Would Like to Share my Knowledge With Everyone. Here I Will Share Every Day About Education, Technology, and Programming. So Stay With us And Share my Page on Your Social Platform.

Post a Comment