Absence Makes the Heart Grow Fonder
(বিচ্ছেদেই মিলনের আকাঙ্ক্ষাকে তীব্রতর
করে)
Absence Makes the Heart Grow Fonder: Many say that out of sight is out of
mind. But it is not a fact. In the case of true friendship or true love, absence
makes the heart grow fonder. When our nearer and dearer one goes away from us,
our heart fills with sorrow. Even if he or she is absent from us for long days,
we do not forget them. Instead of forgetting them, we feel for them more
deeply. But those, who are fickle-minded, can forget their friends or
well-wishers easily. They never love their friends deeply. But those, who are
true friends, can never forget the help of others. When their friends are away
from them, they feel great fondness towards them. Then they remember the help
of their well-wishers. As a result, this absence becomes sweeter to them. So we
should always try to remember the help and co-operation of others. We shall
only then expect gratefulness from others. We should be true to our words,
friends, relatives, etc. only then it can be established that absence makes the
heart grow fonder.
অনেক বলে যে, দৃষ্টির বাইরে হলেই মনের বাইরে।
কিন্তু এটা ঠিক নয়। সত্যিকারের বন্ধুত্ব বা ভালোবাসার ক্ষেত্রে বিচ্ছেদ মিলনের আকাঙ্ক্ষাকে
তিব্রতর করে। নিকটতম কেউ দূরে চলে গেলে আমাদের মন কাঁদে। এমনকি অনেকদিন যাবৎ কেউ দূরে
থাকলেও আমরা তাকে ভুলতে পারি না। তাদেরকে ভুলে থাকার পরিবর্তে আরো গভীরভাবে অনুভব করি।
কিন্তু যারা অস্থির তারা তাদের বন্ধুদের বা শুভাকাঙ্ক্ষীদের সহজেই ভুলে যেতে পারে।
তারা তাদের বন্ধুদের গভীরভাবে ভালোবাসে না। কিন্তু যারা সত্যিকারের বন্ধু তারা কখনো
অন্যদের সাহায্যের কথা ভুলতে পারে না। বন্ধুরা যখন দূরে থাকে তখন তারা তাদের অভাব বেশি
অনুভব করে। তারা শুভাকাঙ্ক্ষীদের সাহায্যের কথা মনে করে। ফলে, এই বিরহ তাদের নিকট আরও
মধুর হয়ে ওঠে। সুতরাং আমাদের উচিত সর্বদা অন্যের সাহায্য ও সহযোগিতার কথা স্মরণ করা।
কেবল তখনই আমরা অন্যের কৃতজ্ঞতা আশা করতে পারি। আমাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের
সাথে আমাদের কথা রাখা উচিত। কেবলই তখনই এটা প্রতিষ্ঠিত হতে পারে যে, বিচ্ছেদই মিলনের
আকাঙ্ক্ষাকে তীব্রতর করে।