All is Well That Ends Well
(সব ভালো তার,
শেষ ভালো যার)
All is Well That Ends Well: No work or performance can be judged by
what it looks like at the beginning or in the middle. What looks well or
promising at the primary stage may turn out to be unsatisfactory in the end. It
is equally impossible to know how a chain of events will conclude. Certain
events occur well in the initial period but lead ultimately to a disaster. So
a thing or event can be known for what it actually is when the end comes. The result is a really important factor and a thing can be claimed to be good or
bad only after proper consideration of its results. Thus, it is only how
things end in the long run that determines their nature.
বাংলা অনুবাদঃ শুরুতে বা মাঝামাঝি কেমন ছিল
তা দিয়ে কখনও কোনো কাজকে মূল্যায়ন করা যায় না। শুরুতে যা ভালো ও প্রতিশ্রুতিশীল মনে
হয় তা পরিশেষে অসন্তোষজনকও হতে পারে। এটাও জানা অসম্ভব যে, কীভাবে ঘটনাগুলো সমাপ্ত
হবে। কিছু কিছু বিষয় প্রাথমিক পর্যায়ে শুভ ইঙ্গিত বহন করে কিন্তু পরিশেষে বিপর্যয় নেমে
আসে। তাই শেষ কি হয় তা দিয়ে সবকিছু বিবেচিত হয়। ফলাফল খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং ফলাফল
বিবেচনা করেই কোনো কিছুর ভালো বা মন্দ দাবি করা হয়। অতএব পরিসমাপ্তি কি হয় তা দিয়েই
প্রকৃতি বা স্বভাব নিরূপিত হয়।