All that glitters is not gold
(চকচক করলেই
সোনা হয় না)
All That Glitters is Not Gold: People, in general, are charmed and
attracted by the outward show of things and not by their own merits. Gold is a
bright precious metal and its value is recognized by all. Nevertheless, there
are many metals cheaper than gold but look like it. They glitter for some time and fade in the course of time. They fascinate our minds too. But their beauty
and glamour do not last long. But gold is such a metal that it can stand the
wear and tear of time and shine till the last moment of its existence. In our
society, there are so many people who are outwardly very gentle and nice. But
after a period of time, their real identity is revealed. They don’t have
intrinsic value and morality. A genuine thing always remains the same and never
be showy. So all that glitters is not gold.
বাংলা অনুবাদঃ সাধারণত লোকজন বাহ্যিক সৌন্দর্য
দেখেই আনর্ষণ বোধ করে, ভিতরের গুণাবলি অবলোকন করে নয়। স্বর্ণ মূল্যবান ধাতু এবং এর
মূল্য সর্বজনস্বীকৃত। সোনার চেয়েও কমদামী অনেক ধাতু আছে যেগুলো দেখতে ঠিক সোনার মতো।
সেগুলো অল্প সময়ের জন্য চকচক করে এবং এক সময় বিবর্ণ হয়ে যায়। সেগুলোও আমাদের মনকে আকৃষ্ট
করে। কিন্তু তাদের সৌন্দর্য ও চাকচিক্য দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। অথচ সোনা এমন একটি
ধাতু যা ব্যবহারের ফলে ক্ষয় হলেও এর অস্ত্বিত্বের শেষ মূহুর্তেও চকচক করবে। আমাদের
সমাজে এমন অনেক লোক আছে যারা বাইরের দিক দিয়ে দেখতে খুব ভদ্র। কিন্তু কিছু সময় পর তাদের
আসল পরিচয় প্রকাশিত হয়। তাদের কোনো স্বকীয় গুণ ও নৈতিকতা থাকে না। খাঁটি কোনো কিছু
সর্বদা একইরকম থাকে, কখনও পরিবর্তিত হয় না। তাই চকচক করলেই সোনা হয় না।