Honesty is The Best Policy (সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা)
Honesty is a great virtue. The man who
possesses this quality is the luckiest person. To be an honest man one must
have trustworthiness, for nobody trusts a liar. If we become honest all will
respect us and we shall be successful in every sphere of life. A dishonest man is
hated by all. Sometimes a dishonest man may be able to hide his dishonesty. But
very soon his dishonesty will be exposed. In this way, dishonest men lose their
fame. Nobody will like to deal with them. People think a dishonest man can harm
them. So, the dishonest man fails in every sphere of life. On the other hand, an
honest man becomes powerful and wealthy. For the time being, dishonest men may
be successful but in the long run, they have to suffer.
বাংলা অনুবাদঃ সততা একটি মহৎ গুণ। যে ব্যক্তি
এই গুণের অধিকারী, সে খুব ভাগ্যবান। সৎলোক হতে হলে বিশ্বাসযোগ্য হতে হবে – কারণ, মিথ্যাবাদীকে
কেউ বিশ্বাস করে না। আমরা যদি সৎ হই, তাহলে সবাই আমাদের সম্মান করবে এবং আমরাও জীবনের
সর্বক্ষেত্রে সফল হব। অসৎ লোককে সকলেই অপছন্দ করে। অনেক সময় অসৎ লোকেরা তাদের অসৎ কাজ
লুকাতে সক্ষম হয়। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাদের কুকর্ম প্রকাশিত হয়ে পড়ে। এভাবে
তারা তাদের সম্মান হারায়। মানুষ তাদের সাথে মেলামেশা করতে পছন্দ করে না। কারণ মানুষ
ভাবে যে, অসৎ লোক তাদের ক্ষতিসাধন করতে পারে। তাই অসৎ লোকেরা জীবনের সর্বক্ষেত্রেই
ব্যর্থ হয়। অপরপক্ষে, সৎ লোকেরা ক্ষমতাবান ও সম্পদশালী হয়। কিছু সময়ের জন্য অসৎ লোকেরা
অনেক সময় সফলকাম হয় ঠিকই, কিন্তু পরবর্তিতে তাদের অনেক দুঃখ ভোগ করতে হয়।